স্টার্কের ৫ উইকেটের পর খাওয়াজার সেঞ্চুরি

মিচেল স্টার্কের ছোবলে তৃতীয় দিন এলোমেলো হয়ে গেল শ্রীলঙ্কা। ওপেনারদের দৃঢ়তায় ভালো শুরু পাওয়া সফরকারীরা প্রথম ইনিংসে গুটিয়ে গেল দুইশ ছাড়িয়েই। ফলো অন না করানো অস্ট্রেলিয়া উসমান খাওয়াজার অপরাজিত সেঞ্চুরিতে ক্যানবেরা টেস্টে বড় লক্ষ্য দিল দিনেশ চান্দিমালের দলকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 08:33 AM
Updated : 3 Feb 2019, 08:33 AM

তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৭ রান। দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের রান ৮ করে। জয়ের জন্য আরও ৪৯৯ রান রান চাই সফরকারীদের।

মানুকা ওভালে রোববার ৩ উইকেটে ১২৩ রান নিয়ে দিন শুরু শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১৫ রানে।

সাবধানী ব্যাটিংয়ে এগোনো শ্রীলঙ্কা একটা বড় ধাক্কা খায় কুসল পেরেরা মাঠ ছাড়লে। জাই রিচার্ডসনের বাউন্সার আঘাত হানে তার হেলমেটে। প্রথম ইনিংসে বাঁহাতি এই ব্যাটসম্যান আর ব্যাটিং করেনি।

আগের দিন প্যাট কামিন্সের বাউন্সার ঘাড়ে লাগার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন দিমুথ করুনারত্নে। কুসল পেরেরা মাঠ ছাড়লে এই ওপেনার আসেন ক্রিজে। এদিন বেশি কিছু করতে পারেননি তিনি।

স্টার্কের বাউন্সার সামলানোর চেষ্টায় হিট উইকেট হয়ে ফিরে যান ধনাঞ্জয়া ডি সিলভা। দারুণ এক ডেলিভারিতে গালিতে ধরা পড়েন দিমুথ করুনারত্নে। অভিষিক্ত চামিকা করুনারত্নেকে শূন্য রানে ফেরান ন্যাথান লায়ন। ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

ক্রিজে গিয়েই বোলারদের ওপর চড়াও হওয়া নিরোশান ডিকভেলাকে বিদায় করেন মার্নাস লাবুশেন। তিন বলের মধ্য দিলরুয়ান পেরেরা ও বিশ্ব ফার্নান্দোকে বিদায় করে দশমবারের মতো পাঁচ উইকেট নেন বাঁহাতি পেসার স্টার্ক। লঙ্কানরা শূন্য রানে হারায় ৩ উইকেট।

স্টার্ক ৫৪ রানে নেন ৫ উইকেট। অফ স্পিনার লায়ন ২ উইকেট নেন ৭০ রানে।

৩১৯ রানের বড় লিড পাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে পথ দেখান খাওয়াজা ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ট্র্যাভিস হেড। চতুর্থ উইকেটে গড়েন ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

খাওয়াজা অষ্টম সেঞ্চুরি ছুঁতেই ৩ উইকেটে ১৯৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। খাওয়াজা ১৩৬ বলে ১৪ চারে করেন ১০১ রান। হেড ৮ চারে অপরাজিত থাকেন ৫৯ রানে। 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৩৪/৫ ইনিংস ঘোষণা

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষে ১২৩/৩) ৬৮.৩ ওভারে ২১৫ (দিমুথ করুনারত্নে ৫৯, কুসল পেরেরা আহত অবসর ২৯, ডি সিলভা ২৫, ডিকভেলা ২৫, চামিকা করুনারত্নে ০, দিলরুয়ান ১০, রাজিথা ০*, ফার্নান্দো ০; স্টার্ক ৫/৫৪, রিচার্ডসন ০/৪৯, কামিন্স ১/৩২, লায়ন ২/৭০, লাবুশেন ১/৫)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৯৬/৩ ইনিংস ঘোষণা (হ্যারিস ১৪, বার্নস ৯, খাওয়াজা ১০১*, লাবুশেন ৪, হেড ৫৯*; ফার্নান্দো ১/৪৩, রাজিথা ২/৬৪, দিলরুয়ান ০/৫২, চামিকা করুনারত্নে ০/১৮, ডি সিলভা ০/১৯)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৬) ৬ ওভারে ১৭/০ (দিমুথ করুনারত্নে ৮*, থিরিমান্নে ৮*; স্টার্ক ০/৬, রিচার্ডসন ০/৯, লায়ন ০/১)