তিন দিনে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ উইন্ডিজের

সিরিজ বাঁচিয়ে রাখতে সতীর্থদের কাছে ইতিহাস গড়া ইনিংস চেয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। তেমন কিছু করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসেও তাদের গুঁড়িয়ে দিয়ে তিন দিনে অ্যান্টিগা টেস্ট জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেছে সিরিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 09:08 PM
Updated : 2 Feb 2019, 09:08 PM

দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে জেসন হোল্ডারের দল। ২০০৯ সালের পর এই প্রথম ‘দ্য উইজডেন ট্রফি’ জিতল ক্যারিবিয়ানরা।

স্বাগতিকদের দিন শুরু হয়েছিল তরুণ পেসার আলজারি জোসেফের মা শ্যারন জোসেফের মৃত্যু সংবাদ দিয়ে। শোককে শক্তিতে পরিণত করা ওয়েস্ট ইন্ডিজ দাপুটে ক্রিকেট খেলে দিন শেষ করে দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের খুশিতে।  

দলকে সিরিজ জয়ে সাহায্য করতে ম্যাচ রেখে বাড়ি যাননি অ্যান্টিগারই ছেলে জোসেফ। ২২ বছর বয়সী এই পেসারের দ্রুত বাড়ি যাওয়া নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব খেলা শেষ করতে যেন মুখিয়ে ছিলেন সতীর্থরা। সেই আগুনে পুড়ল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে টিকল মাত্র ৪২ ওভার।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার ৬ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩০৬ রানে। শুরুতেই ফিরে যান আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান হোল্ডার। তাকে ফেরানোর পর কেমার রোচকে দ্রুত বিদায় করেন জেমস অ্যান্ডারসন।

জোসেফকে ফিরিয়ে দেন বেন স্টোকস। মন্থর ব্যাটিংয়ে ফিফটি করা ড্যারেন ব্রাভোকে বিদায় করে স্বাগতিকদের গুটিয়ে দেন মইন আলি। ব্রাভোর ২১৬ বলে খেলা ৫০ রানের ইনিংস গড়া দুটি চার ও একটি ছক্কায়।

প্রথম ইনিংসের ভুল থেকে শিখতে পারেনি ইংল্যান্ড। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিতে পারেননি কেউই। রোচের গতি আবারও ভুগিয়েছে তাদের। কাঁপিয়েছে হোল্ডারের নিখুঁত লাইন, লেংথ আর বাড়তি বাউন্স। ৭ ওভারের স্পেলে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন জোসেফ।

দ্বিতীয় ইনিংসে সফরকারীরা গড়তে পারেনি তেমন কোনো জুটি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে ব্যাটিং করতে দেখা যায়নি কাউকেই। শট খেলে দ্রুত রান তোলার চেষ্টা ছিল তাদের মধ্যে। সেই চেষ্টা সফল হয়নি।

দুই অঙ্কে যাওয়া সাত ব্যাটসম্যানের মধ্য বিশের কোটায় যেতে পেরেছেন কেবল জস বাটলার। পাঁচ চারে ৪৮ বলে তিনি করেন ২৪ রান।

হোল্ডার ৪ উইকেট নেন ৪৩ রানে। রোচ ৫২ রানে নেন চারটি। জোসেফ ২ উইকেট নেন ১২ রানে।

১৪ রানের ছোট লক্ষ্য মাত্র ২ ওভার ১ বলে পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ রানে অপরাজিত থাকেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ছক্কায় দলকে জয় এনে দেওয়া জন ক্যাম্পবেল ৬ বলে করেন ১১ রান।

আগামী শনিবার সেন্ট লুসিয়ায় শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৭

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৭২/৬) ১৩১ ওভারে ৩০৬ (ব্রাভো ৫০, হোল্ডার ২২, রোচ ৬, জোসেফ ৭, গ্যাব্রিয়েল ১*; অ্যান্ডারসন ২/৭৩, ব্রড ৩/৫৩, স্টোকস ২/৫৮, কারান ০/৩৮, মইন ৩/৬২, ডেনলি ০/১)

ইংল্যান্ড ২য় ইনিংস: ৪২ ওভারে ১৩২ (বার্নস ১৬, ডেনলি ১৭, বেয়ারস্টো ১৪, রুট ৭, বাটলার ২৪, স্টোকস ১১, মইন ৪, ফোকস ১৩, কারান ১৩*, ব্রড ০, অ্যান্ডারসন ০; রোচ ৪/৫২, গ্যাব্রিয়েল ০/২২, হোল্ডার ৪/৪৩, জোসেফ ২/১২)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ১৪) ২.১ ওভারে ১৭/০ (ব্র্যাথওয়েট ৫*, ক্যাম্পবেল ১১*; অ্যান্ডারসন ০/১০, ব্রড ০/৬)

ফল: ১০ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান অব দা ম্যাচ: কেমার রোচ