কুমিল্লাকে উড়িয়ে চূড়ায় রংপুর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2019 03:02 PM BdST Updated: 02 Feb 2019 05:11 PM BdST
কম রানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে থামিয়ে রেখে আসল কাজটা করে দিয়েছিলেন বোলাররা। বাকিটা সহজেই সেরেছেন ব্যাটসম্যানরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়ে শীর্ষে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
বিপিএলে শনিবারের প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল। ৭৩ রানের ছোট লক্ষ্য ৬৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় রংপুর। দুই দলের প্রথম দেখাতেও ৯ উইকেটে জিতেছিল তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। কেউ দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিতে পারেননি। গড়ে তুলতে পারেননি তেমন কোনো জুটি।
১৬ রানের ভেতর দুই ওপেনারকে ফিরিয়ে দেন নাহিদুল ইসলাম। ম্যাচের দ্বিতীয় বলে অফ স্পিনারকে উড়াতে গিয়ে শূন্য রানে ফিরেন তামিম ইকবাল। বাজে সময় কাটানো এনামুল হক যেতে পারেননি দুই অঙ্কে।
দুই অঙ্কে যাওয়া শামসুর রহমানকে বিদায় করেন শহিদুল ইসলাম। মুখোমুখি হওয়া প্রথম বলে মাশরাফিকে পুল করে উড়ানোর চেষ্টায় শর্ট ফাইন লেগে ধরা পড়েন ইমরুল কায়েস। রংপুর অধিনায়ক দ্রুত ফিরিয়ে দেন থিসারা পেরেরাকে।
২৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কুমিল্লা একটু প্রতিরোধ গড়ে লিয়াম ডসন ও জিয়াউর রহমানের ব্যাটে। ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ২১ রান করা জিয়াকে ফেরান রবি বোপারা। পরে ফিরিয়ে দেন আবু হায়দার ও ডসনকেও।
১৬ রানে শেষ ৫ উইকেট হারানো কুমিল্লা গুটিয়ে যায় ৭২ রানে। রংপুরের বিপক্ষে গত ৮ জানুয়ারি মিরপুরেই প্রথম দেখায় ৬৩ রানে অলআউট হয়েছিল তারা।
বোপারা ৭ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন নাহিদুল ও মাশরাফি। অভিষিক্ত তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি নেন ১ উইকেট।
ছোট রান তাড়ায় অনায়াস জয় পায় রংপুর। দ্রুত ফিরেন মেহেদি মারুফ। ডি ভিলিয়ার্সকে নিয়ে বাকিটা সহজেই সারেন ক্রিস গেইল।
৩০ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান ওপেনার গেইল। এবারের আসরে নিজের সবশেষ ম্যাচে ২২ বলে দুটি ছক্কা ও চারটি চারে ৩৪ রানে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।
দারুণ বোলিংয়ে ৩ উইকেট নেওয়া বোপারা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
১২ ম্যাচে অষ্টম জয়ে রংপুরের পয়েন্ট ১৬। সমান ম্যাচে কুমিল্লারও পয়েন্ট ১৬। আগামী সোমবার ফাইনালে যাওয়ার লড়াই প্রথম কোয়ালিফায়ারে আবারও মুখোমুখি হবে এই দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬.৩ ওভারে ৭২ (তামিম ০, এনামুল ৫, শামসুর ১২, ইমরুল ০, ডসন ১৮, থিসারা ৩, জিয়া ২১, আবু হায়দার ০, ওয়াহাব ০, সঞ্জিত ২, ওয়াকার ৬; নাহিদুল ২-১-৯-২, মাশরাফি ৪-০-১৮-২, শহিদুল ৩-০-১২-১, মিনহাজুল ২.৩-০-৮-১, বোপারা ৩-০-৭-৩, রেজা ২-০-১৭-০)
রংপুর রাইডার্স: ৯.৩ ওভারে ৭৬/১ (গেইল ৩৫*, মারুফ ৫, ডি ভিলিয়ার্স ৩৪*; আবু হায়দার ২-০-১১-০, সঞ্জিত ৩.৩-০-৩২-১, ওয়াকার ৪-১-৩৩-০)
ফল: রংপুর ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রবি বোপারা
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
-
মুস্তাফিজ বললেন, ‘এখনও শিখছি’
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন