নিউ জিল্যান্ড দলে নতুন মুখ মিচেল ও টিকনার

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ড্যারিল মিচেল ও ব্লেয়ার টিকনার। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নিউ জিল্যান্ড দলে ডাক পেয়েছেন এই দুজন। মিচেল দলে এসেছেন তিন ম্যাচের জন্যই, তবে টিকনার শুধু শেষ ম্যাচের জন্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2019, 08:27 AM
Updated : 30 Jan 2019, 08:27 AM

সুপার স্ম্যাশে এবার এখনও পর্যন্ত ৮ ম্যাচে ১৪১.২০ স্ট্রাইক রেটে ২৮১ রান করেছেন মিচেল। মিডিয়াম পেসে ২৭ বছর বয়সী ক্রিকেটার নিয়েছেন ৫ উইকেট। ২৫ বছর বয়সী পেসার টিকনার ৭ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টির দল থেকে এই দলে জায়গা পাননি জেমস নিশাম, সেথ র‌্যান্স, গ্লেন ফিলিপস ও হেনরি নিকোলস। সেই ম্যাচে বিশ্রামে থাকে অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরছেন এই সিরিজে। তবে বিশ্রাম পেয়েছেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী বুধবার।

টি-টোয়েন্টির নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন (প্রথম দুই ম্যাচ), ব্লেয়ার টিকনার (তৃতীয় ম্যাচ), স্কট কুগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মানরো, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর।