৫ হাজারে প্রথম তামিম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও একটি মাইলফলকে বাঁহাতি ওপেনার পৌঁছে গেলেন বাংলাদেশের সবার আগে। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তামিম ছুঁয়েছেন ৫ হাজার রান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2019, 12:02 PM
Updated : 29 Jan 2019, 12:03 PM

মঙ্গলবার বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৫৪ রানের অপরাজিত ইনিংসটির পথে ধরা দেয় তামিমের এই অর্জন।
 
১৮৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তামিম। ক্যারিয়ারে ফিফটি করেছেন ৩৩টি, সেঞ্চুরি ২টি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি রানে তামিমের পরে আছেন সাকিব। ২৬৪ ইনিংসে এই অলরাউন্ডারের রান ৪ হাজার ৬৬৭।
 
বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে তামিম খেলেছেন পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও নিউ জিল্যান্ডের সুপার স্ম্যাশে। খেলেছেন বিশ্ব একাদশেও। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১৭টি দলের হয়ে। 
 
৫ হাজারের পথচলায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার ৬১৩ রান করেছেন তামিম। বিপিএলে করেছেন ১ হাজার ৬২৯। এছাড়াও উল্লেখযোগ্য রান করেছেন পাকিস্তান সুপার লিগে। পেশাওয়ার জালমির হয়ে ১৭ ম্যাচে ৫২২ রান করেছেন ৪০.১৫ গড়ে।
 
১২ হাজার ১৯২ রান নিয়ে টি-টোয়েন্টিতে রানের তালিকার শীর্ষে অনেকটা এগিয়ে ক্রিস গেইল। ৯ হাজার ৮৬৫ রান নিয়ে দুইয়ে ব্রেন্ডন ম্যাককালাম।