সাকিবকে টপকে শীর্ষে হোল্ডার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2019 11:31 PM BdST Updated: 27 Jan 2019 11:31 PM BdST
আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি। ম্যাচ জেতানো পারফরম্যান্স। সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে অসাধারণ ধারাবাহিকতা। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার জেসন হোল্ডার পেলেন র্যাঙ্কিংয়ে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে চলে গেছেন আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে।
হোল্ডারের এই অর্জনে ৪৫ বছর পর আবারও টেস্টের শীর্ষ অলরাউন্ডার পেল ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ১৯৭৪ সালের মার্চে শীর্ষে উঠেছিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত গ্যারি সোবার্স।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন হোল্ডার। প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন দুটি। এটির আগে তার সবশেষ টেস্টে ভারতের বিপক্ষে হায়দরাবাদে ছিল ফিফটি ও ৫ উইকেট। তার আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট, দ্বিতীয় টেস্টে ১১টি। ব্যাট হাতে ছিল কার্যকর ইনিংস। বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটে-বলে পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
হোল্ডারের রেটিং পয়েন্ট এখন ৪৪০। দুইয়ে থাকা সাকিবের পয়েন্ট ৪১৫, তিনে রবীন্দ্র জাদেজা ৩৮৭ পয়েন্ট নিয়ে।
বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডারকে পেছনে ফেলে তিনে উঠে এসেছেন প্যাট কামিন্স। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত দিন-রাতের ব্রিজবেন টেস্টে ১১ উইকেট নিয়েছেন এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। তার রেটিং পয়েন্ট এখন ৮৬৬। ২০১৪ সালের মার্চের রায়ান হ্যারিসের ৮৭০ রেটিং পয়েন্টের পর এটিই অস্ট্রেলিয়ান কোনো বোলারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট।
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’