‘দুর্ভাগা’ ইমরুলকে তামিমের বার্তা

এক সিরিজ আগেই ৩৪৯ রান করার পরও নিউ জিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ে যাওয়া ইমরুল কায়েসের মানসিক অবস্থা বুঝতে পারছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার সতীর্থকে ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করার পরামর্শ দিলেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2019, 10:57 AM
Updated : 26 Jan 2019, 10:57 AM

জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সেঞ্চুরির সঙ্গে একটি ৯০ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজে প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ওয়ানডেতে জায়গা হারান একাদশে। কিছু দিন আগে দেওয়া নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে দলেও জায়গা হয়নি তার। তামিমের কাছে ইমরুলের বাদ পড়াটা দুর্ভাগ্য।

“একটা সিরিজে প্রায় ৩৫০ রানও করেছে। পরে দুটি ম্যাচে খারাপ করেছে।... এরপর নির্বাচিত না হওয়া, এটা ওকে মেনে নিতে হবে। ক্রিকেটে এটা হয়, অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মনমতো হয়তো হয় না।”

“নির্বাচক, কোচ কিংবা অধিনায়কের মাথায় হয়তো ইমরুল ছিল। তবে ভাবনায় নিশ্চয়ই কিছু একটা ছিল বলে হয়তো ওকে নেওয়া হয়নি। তবে সব সময়ই সুযোগ আসে, আশা করি তখন সেটি লুফে নেবে।”

নিউ জিল্যান্ড সফরের ১৫ সদস্যের ওয়ানডে দলে থাকা সৌম্য সরকার ম্যাচ পাচ্ছেন না। নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না লিটন দাস। তামিম আশাবাদী, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদের মতো ছন্দে ফিরবেন অন্য সতীর্থরাও।

“সংস্করণ একটু ভিন্ন। তবে রানে থাকলে এটা যেকোনো সংস্করণে হেল্প করতে পারে। সবাই যদি রানে ফিরতে পারে, ভালো হবে। আমাদের ভিন্ন সংস্করণ, উইকেট, কন্ডিশনে খেলা হবে। যাওয়ার আগে ব্যাটসম্যানরা যদি এক–দুই ম্যাচ ভালো খেলে, ভালো হবে।”

“যদি তাসকিনের কথা বলি, ১৭টা উইকেট পেয়ে গেছে। এটা অবশ্যই তাকে আত্মবিশ্বাসী করবে। মুশফিক দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, এগুলো অবশ্যই আত্মবিশ্বাস দেয়। আপনি কোন সংস্করণে খেলছেন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আপনি যদি ভালো ব্যাটিং-বোলিং করেন তবে আপনাকে অবশ্যই সেটি আত্মবিশ্বাস জোগাবে।”