‘দুর্ভাগা’ ইমরুলকে তামিমের বার্তা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2019 04:57 PM BdST Updated: 26 Jan 2019 04:57 PM BdST
এক সিরিজ আগেই ৩৪৯ রান করার পরও নিউ জিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ে যাওয়া ইমরুল কায়েসের মানসিক অবস্থা বুঝতে পারছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার সতীর্থকে ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করার পরামর্শ দিলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সেঞ্চুরির সঙ্গে একটি ৯০ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজে প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ওয়ানডেতে জায়গা হারান একাদশে। কিছু দিন আগে দেওয়া নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে দলেও জায়গা হয়নি তার। তামিমের কাছে ইমরুলের বাদ পড়াটা দুর্ভাগ্য।
“একটা সিরিজে প্রায় ৩৫০ রানও করেছে। পরে দুটি ম্যাচে খারাপ করেছে।... এরপর নির্বাচিত না হওয়া, এটা ওকে মেনে নিতে হবে। ক্রিকেটে এটা হয়, অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মনমতো হয়তো হয় না।”
“নির্বাচক, কোচ কিংবা অধিনায়কের মাথায় হয়তো ইমরুল ছিল। তবে ভাবনায় নিশ্চয়ই কিছু একটা ছিল বলে হয়তো ওকে নেওয়া হয়নি। তবে সব সময়ই সুযোগ আসে, আশা করি তখন সেটি লুফে নেবে।”
নিউ জিল্যান্ড সফরের ১৫ সদস্যের ওয়ানডে দলে থাকা সৌম্য সরকার ম্যাচ পাচ্ছেন না। নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না লিটন দাস। তামিম আশাবাদী, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদের মতো ছন্দে ফিরবেন অন্য সতীর্থরাও।
“সংস্করণ একটু ভিন্ন। তবে রানে থাকলে এটা যেকোনো সংস্করণে হেল্প করতে পারে। সবাই যদি রানে ফিরতে পারে, ভালো হবে। আমাদের ভিন্ন সংস্করণ, উইকেট, কন্ডিশনে খেলা হবে। যাওয়ার আগে ব্যাটসম্যানরা যদি এক–দুই ম্যাচ ভালো খেলে, ভালো হবে।”
“যদি তাসকিনের কথা বলি, ১৭টা উইকেট পেয়ে গেছে। এটা অবশ্যই তাকে আত্মবিশ্বাসী করবে। মুশফিক দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, এগুলো অবশ্যই আত্মবিশ্বাস দেয়। আপনি কোন সংস্করণে খেলছেন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আপনি যদি ভালো ব্যাটিং-বোলিং করেন তবে আপনাকে অবশ্যই সেটি আত্মবিশ্বাস জোগাবে।”
-
নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ইংল্যান্ডের ইতিহাস
-
নেতৃত্ব ‘ছাড়ছেন’ বিশ্বকাপজয়ী মর্গ্যান
-
বিশ্বকাপে কোহলিকে টপ অর্ডারে চান না শেবাগ
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
-
‘ভারতের হয়ে খেলতে পারাই উমরানের জন্য বিশাল ব্যাপার’
-
৫ উইকেটের ভালো লাগা নিয়ে দলের ভালোর অপেক্ষায় খালেদ
-
জরুরি বার্তায় ইংল্যান্ড সফরে মায়াঙ্ক
-
টেক্টর-ঝড় ছাপিয়ে ভারতের জয়
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি