তামিমের সঙ্গে টেস্ট দলে ফিরলেন তাসকিন, আবু জায়েদ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2019 06:29 PM BdST Updated: 24 Jan 2019 12:50 AM BdST
উদ্বোধনী জুটির ব্যর্থতায় অধীর হয়ে তামিম ইকবালের ফেরার অপেক্ষায় ছিলেন সাকিব আল হাসান। অবসান হয়েছে অপেক্ষার। চোট কাটিয়ে ফেরা দেশসেরা ওপেনারের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন দুই পেসার আবু জায়েদ চৌধুরী ও তাসকিন আহমেদ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এ সময়ে তিনি জানান, পরবর্তী সময়ে দলের সঙ্গে যুক্ত করা হবে একজন পেসারকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও আরিফুল হক।
ওই সিরিজে শুরুতে ঢাকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল দিয়েছিলেন নির্বাচকরা। কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের চোটে ব্যাকআপ হিসেবে পরে দলে এসে খেলেও ফেলেছিলেন লিটন। আটে নেমে প্রথম ইনিংসে ফিফটি করা এই তরুণ টিকে গেছেন টেস্ট দলে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে ৭৬ রানের চমৎকার ইনিংস খেলা বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম ধরে রেখেছেন জায়গা। সেই ম্যাচে নড়বড়ে ১৯ রানের ইনিংস খেলা সৌম্য বাদ পড়লেন এক সিরিজ পরেই।
জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলা আরিফুল একাদশের বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই পেস অলরাউন্ডার এবার বাদ পড়ে গেলেন স্কোয়াড থেকেই।
২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় সবশেষ টেস্ট খেলেছিলেন তাসকিন। চোট আর বাজে ফর্মে জায়গা হারানো এই পেসার ভালো করেছেন ঘরোয়া চার দিনের ম্যাচে। চলমান বিপিএলেও নিয়মিত উইকেট নিচ্ছেন এই তরুণ।

আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট।
টেস্টের বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার