পাঁচ ওভারেই সাতবার আউট হতে পারতাম: রুশো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019 09:27 PM BdST Updated: 19 Jan 2019 09:27 PM BdST
অসাধারণ রান তাড়ায় জিতেছে রংপুর রাইডার্স। নিজে ঝড়ো এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা। তবে সৌভাগ্যের ছোঁয়া পেয়েছেন অনেকবার, ম্যাচ শেষে নিজে থেকেই মেনে নিচ্ছেন রাইলি রুশো।
সিলেট সিক্সার্সের ১৯৪ রান তাড়ায় শনিবার রংপুর জিতেছে ৪ উইকেটে। দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছে রুশোর ৩৫ বলে ৬১ রানের ইনিংস। টুর্নামেন্টে নিজের চতুর্থ ফিফটিতে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হয়েছেন ম্যাচ সেরা।
তবে আউট হতে পারতেন তিনি ইনিংসের শুরুর দিকেই। ১ ও ১২ রানে তার ক্যাচ ছেড়েছেন সিলেটের কিপার জাকের আলি। ২০ রানে সহজ ক্যাচ হাতে জমাতে পারেননি নিকোলাস পুরান। মাঝে ১৬ রানে হাতে পারতেন রান আউট। আরও কয়েকবার বিপদে পড়েননি অল্পের জন্য।
৩৪৯ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী রুশো ম্যাচ শেষে অকপটে মেনে নিলেন ভাগ্যের অবদান।

রুশো আউট হওয়ার পর রান তাড়ায় পথ বাকি ছিল অনেকটা। ওই ওভারেই আউট হন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু রংপুরের পরের দিকের ব্যাটসম্যানরা ঠিকই জিতিয়েছেন দলকে। শেষ দুই ওভারে ২৪ রানের সমীকরণের সামনে দাঁড়িয়ে ফরহাদ রেজা করেছেন ৬ বলে অপরাজিত ১৮ রান। রুশো কৃতিত্ব দিলেন সতীর্থদের।
“দারুণ ম্যাচ ছিল, খুবই বিনোদনদায়ী ম্যাচ। প্রথম ইনিংস শেষে মনে হচ্ছিল, ওরা গোটা দশেক রান বেশি করে ফেলেছে। তবে সেই রানও ছেলেরা তাড়া করেছে। দুর্দান্ত দলীয় পারফরম্যান্স এটি। স্নায়ু ধরে রাখার কৃতিত্ব ছেলেদের দিতেই হবে। শেষ দিকে ওরা দারুণ ভাবে কাজ শেষ করেছে।”
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প