দলের সবাই সবসময় অধিনায়ককে লক্ষ্য করে না: ওয়ার্নার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019 07:50 PM BdST Updated: 19 Jan 2019 07:50 PM BdST
শেষটা সুখকর হলো না ডেভিড ওয়ার্নারের। শেষ ইনিংসে ব্যাট হাতে করতে পারেননি ভালো কিছু। বড় রান তুলেও জিততে পারেনি তার দল। হতাশা নিয়েই যাওয়ার আগে দলকে শুভকামনা জানালেন বিদায়ী অধিনায়ক। তুলে ধরলেন তার অভিজ্ঞতায় দেখা দলের ঘাটতিগুলোও।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হলো এবারের বিপিএলে ওয়ার্নারের অভিযান। কনুইয়ের চোটের চিকিৎসা করাতে রোববারই রওনা হবেন দেশে।
শনিবার শেষ ম্যাচে ওয়ার্নার আউট হয়েছেন ২১ বলে ১৯ রান করে। তবে সাব্বির রহমানের ৫১ বলে ৮৫ ও নিকোলাস পুরানের ২৭ বলে ৪৭ রানের ইনিংসে সিলেট তুলেছিল ১৯৪ রান। তখনও পর্যন্ত তা ছিল এবারের বিপিএলের সর্বোচ্চ স্কোর।
কিন্তু ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ ও রান আউট মিস করে সিলেট। ৩৫ বলে ৬১ রান করা রাইলি রুশো তার ২০ রানের মধ্যেই জীবন পান চারবার। শেষ ওভারে ম্যাচ হেরে যায় সিলেট। ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে আক্ষেপ করলেন ওয়ার্নার।

শেষ ম্যাচে ভালো না করলেও এমনিতে ব্যাট হাতে যথেষ্টই সফল ছিলেন ওয়ার্নার। সিলেট-রংপুর ম্যাচ শেষে সর্বোচ্চ রানের তালিকায় ওয়ার্নার তিনে। ২২৩ রান করেছেন ৩৭.১৬ গড় ও ১৩১.১৭ স্ট্রাইক রেটে। মাঠে তার আগ্রাসী নেতৃত্বও ছিল চোখে পড়ার মতো। তবে দলের ফলে সেটির প্রতিফলন খুব একটা নেই। ৭ ম্যাচে সিলেট জিতেছে কেবল দুটি। নিয়মিত জিততে হলে সিলেটকে কোথায় উন্নতি করতে হবে, সেটি বলে গেলেন ওয়ার্নার।
“আশা করি আমার দল জয়ের পথে ফিরবে। কিছু দিকে নজর দিতে হবে আমাদের। একটি অবশ্যই শেষ দিকের বোলিং। আরেকটি ব্যাপার হলো, সাধারণ ম্যাচ সচেতনতা, দলের সবাই সবসময় অধিনায়কের দিকে লক্ষ্য রাখে না। অবশ্য ছেলেরা শতভাগ দিয়ে চেষ্টা করছে, এটা নিয়ে সংশয় নেই।”
নিষেধাজ্ঞার এই সময়টায় বিপিএলে খেলার সুযোগ দেওয়ার কারণে বিসিবিকেও ধন্যবাদ জানালেন পদচ্যুত অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক।
“এখানে আসা ও বিপিএলে খেলার সুযোগ দেওয়ার কারণে বিসিবির প্রতি আমি দারুণ কৃতজ্ঞ। এখানকার দর্শক অসাধারণ, মাঠের আবহ দুর্দান্ত।”
-
মুশফিক-লিটনের ব্যাটে লিডের দুয়ারে বাংলাদেশ
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ