শেষ করতে না পেরে ডি ভিলিয়ার্সের আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019 07:00 PM BdST Updated: 19 Jan 2019 07:00 PM BdST
ব্যাটিংয়ে অস্বস্তি ছিল না খুব একটা। নিজের ছাপও খানিকটা রাখতে পেরেছেন। বিপিএল অভিষেকে দলের জয়ে অবদানও রাখতে পেরেছেন কিছুটা। ম্যাচ শেষে তবু আক্ষেপ করছেন এবি ডি ভিলিয়ার্স। দলকে জিতিয়ে যে ফিরতে পারেননি!
সিলেট সিক্সার্সের ১৯৪ রান তাড়ায় শনিবার ৪ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। চারে নেমে ২১ বলে করেছেন ৩৪ রান। রাইলি রুশোর সঙ্গে তার ৩৯ বলে ৬৭ রানের জুটি দলকে এগিয়ে নেয় জয়ের পথে।
তবে দুজনই আউট হন গুরুত্বপূর্ণ সময়ে। আক্রমণে ফেরা তাসকিন আহমেদের প্রথম বলে ফিরে যান ৩৫ বলে ৬১ রান করা রুশো। ওই ওভারেই শেষ বলে বোল্ড হয়ে যান ডি ভিলিয়ার্স। সিলেট ম্যাচে ফিরে আসে দারুণভাবে। তবে ফরহাদ রেজার ৬ বলে ১৮ রানের দারুণ ইনিংসে শেষ পর্যন্ত জিতেছে রংপুর।

“বল খুব ভালো দেখছিলাম আমি। এই ধরনের পরিস্থিতিতে সবসময়ই ম্যাচ শেষ করে আসতে ভালো লাগে আমার। দুর্ভাগ্যজনকভাবে আজকে হয়নি। তবে দলের জয়টি ছিল দারুণ কিছু।”
তাসকিনের স্টাম্প সোজা লেংথ বল জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছিলেন ডি ভিলিয়ার্স। নিজের আউটের ধরনে তিনি চমকে গেছেন।
“উইকেট একটু নিচু বাউন্সের ছিল। আমি যেভাবে আউট হয়েছি, আমাকে তা এক রকম চমকে দিয়েছে। পিচে পড়ে বল আচমকা স্কিড করেছে। তবে আমি ক্রিকেট বিশ্ব জুড়ে খেলেছি, এসব উইকেটে মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞ আমি।”
-
টেক্টর-ঝড় ছাপিয়ে ভারতের জয়
-
হতাশার ব্যাটিংয়ে হারের শঙ্কায় বাংলাদেশ
-
রুট-পোপের ব্যাটে হ্যাটট্রিক জয়ের আশায় ইংল্যান্ড
-
খালেদের ক্যারিয়ার সেরা বোলিং, উইন্ডিজের ১৭৪ রানের লিড
-
বৃষ্টির আগে বাংলাদেশের দুই উইকেটের স্বস্তি
-
আন্ডারউডের ৪৮ বছর পর লিচ
-
৪ সেঞ্চুরি জুটি, ৭২৪ রান, রেকর্ড বইয়ে মিচেল-ব্লান্ডেল
-
আমলাকে ছাড়িয়ে মিচেলের রেকর্ড
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ