
শেষ করতে না পেরে ডি ভিলিয়ার্সের আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019 07:00 PM BdST Updated: 19 Jan 2019 07:00 PM BdST
ব্যাটিংয়ে অস্বস্তি ছিল না খুব একটা। নিজের ছাপও খানিকটা রাখতে পেরেছেন। বিপিএল অভিষেকে দলের জয়ে অবদানও রাখতে পেরেছেন কিছুটা। ম্যাচ শেষে তবু আক্ষেপ করছেন এবি ডি ভিলিয়ার্স। দলকে জিতিয়ে যে ফিরতে পারেননি!
সিলেট সিক্সার্সের ১৯৪ রান তাড়ায় শনিবার ৪ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। চারে নেমে ২১ বলে করেছেন ৩৪ রান। রাইলি রুশোর সঙ্গে তার ৩৯ বলে ৬৭ রানের জুটি দলকে এগিয়ে নেয় জয়ের পথে।
তবে দুজনই আউট হন গুরুত্বপূর্ণ সময়ে। আক্রমণে ফেরা তাসকিন আহমেদের প্রথম বলে ফিরে যান ৩৫ বলে ৬১ রান করা রুশো। ওই ওভারেই শেষ বলে বোল্ড হয়ে যান ডি ভিলিয়ার্স। সিলেট ম্যাচে ফিরে আসে দারুণভাবে। তবে ফরহাদ রেজার ৬ বলে ১৮ রানের দারুণ ইনিংসে শেষ পর্যন্ত জিতেছে রংপুর।

“বল খুব ভালো দেখছিলাম আমি। এই ধরনের পরিস্থিতিতে সবসময়ই ম্যাচ শেষ করে আসতে ভালো লাগে আমার। দুর্ভাগ্যজনকভাবে আজকে হয়নি। তবে দলের জয়টি ছিল দারুণ কিছু।”
তাসকিনের স্টাম্প সোজা লেংথ বল জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছিলেন ডি ভিলিয়ার্স। নিজের আউটের ধরনে তিনি চমকে গেছেন।
“উইকেট একটু নিচু বাউন্সের ছিল। আমি যেভাবে আউট হয়েছি, আমাকে তা এক রকম চমকে দিয়েছে। পিচে পড়ে বল আচমকা স্কিড করেছে। তবে আমি ক্রিকেট বিশ্ব জুড়ে খেলেছি, এসব উইকেটে মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞ আমি।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৯
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- ছেলে সন্তানের জন্ম দিলেন আইএসের শামীমা বেগম
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- ৫ সেঞ্চুরিতেও আশরাফুলের ১৫ লাখ যে কারণে
- স্মিথের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
- আরও ৩টি ব্যাংক অনুমোদন
- মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি
- ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
- ‘বদিকে দিয়ে মাদক, শাজাহান খানকে দিয়ে দুর্ঘটনা রোধ সম্ভব?’