সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। ২৩১ রানের লক্ষ্য চার বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে সফরকারীরা। এর আগে একই ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল তারা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। আবার ব্যর্থ দলটির উদ্বোধনী জুটি। ২৭ রানের মধ্যে অ্যালেক্স কেয়ারি ও অ্যারন ফিঞ্চকে বিদায় করেন ভুবনেশ্বর কুমার।
এসেই বোলারদের ওপর চড়াও হওয়া গ্লেন ম্যাক্সওয়েলকে বিদায় করেন মোহাম্মদ শামি। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন পিটার হ্যান্ডসকম। বোলিংয়ে ফিরে দ্রুত ৩ উইকেট তুলে নেন চেহেল।
৬৩ বলে দুটি চারে ৫৮ রান করে ফিরেন হ্যান্ডসকম। তার বিদায়ের পর বেশিদূর এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস।
৪২ রানে ৬ উইকেট নিয়ে চেহেল স্পর্শ করেন অজিত আগারকারের রেকর্ড। ২০০৪ সালে মেলবোর্নেই স্বাগতিকদের বিপক্ষে ৪২ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ায় সেরা বোলিংয়ের কীর্তি গড়েছিলেন ভারতের এই পেসার।
রান তাড়ায় শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। মন্থর ব্যাটিংয়ে এগোনো শিখর ধাওয়ান ফিরে যান ৪৬ বলে ২৩ রান করে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কোহলি বিদায় নেন ৩ চারে ৪৬ রান করে।
ধোনি অপরাজিত থাকেন ৮৭ রানে। এই কিপার ব্যাটসম্যানের ১১৪ বলের ইনিংসটি গড়া ৬টি চারে। যাদব ৫৭ বলে ৭ চারে করেন অপরাজিত ৬১ রান।
দারুণ বোলিং করা চেহেল জেতেন ম্যাচ সেরার পুরস্কার। টানা তিনটি ফিফটি হাঁকানো ধোনি জেতেন সিরিজ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৮.৪ ওভারে ২৩০ (কেয়ারি ৫, ফিঞ্চ ১৪, খাওয়াজা ৩৪, মার্শ ৩৯, হ্যান্ডসকম ৫৮, স্টয়নিস ১০, ম্যাক্সওয়েল ২৬, রিচার্ডসন ১৬, জ্যাম্পা ৮, সিডল ১০*, স্ট্যানলেক ০; ভুবনেশ্বর ২/২৮, শামি ২/৪৭, শঙ্কর ০/২৩, যাদব ০/৩৫, জাদেজা ০/৫৩, চেহেল ৬/৪২)
ভারত: ৪৯.২ ওভারে ২৩৪/৩ (রোহিত ৯, ধাওয়ান ২৩, কোহলি ৪৬, ধোনি ৮৭*, যাদব ৬১* রিচোর্ডসন ১/২৭, সিডল ১/৫৬, স্ট্যানলেক ০/৪৯, ম্যাক্সওয়েল ০/৭, জ্যাম্পা ০/৩৪, স্টয়নিস ১/৬০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: যুজবেন্দ্র চেহেল
ম্যান অব দা সিরিজ: মহেন্দ্র সিং ধোনি