ইংলিশদের ১০ উইকেটে জয়ের পথে দারুণ বোলিং উপহার করেন অভিষিক্ত পেসার জশ টং।
গত আসরে রংপুরের শিরোপা জয়ে শেষ দিকে বড় অবদান ছিল গেইলের। ফাইনালে খেলেছিলেন ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস। এবার একটি ম্যাচে ১৪ বলে ২৩ করতে পেরেছেন। বাকি ম্যাচগুলোয় রান ১, ৮ ও ৭।
৩৯ পেরিয়ে যাওয়া গেইল এখন অবশ্য আর নিজের সেরা সময়ের চেহারায় নেই। তবে এরপরও যেদিন তার নিজের মতো খেলেন, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে মুডি জানালেন, তারা অপেক্ষায় আছেন গেইলের দিনের।
“আমি নিশ্চিত, এখনও পর্যন্ত পারফরম্যান্সে যথেষ্টই হতাশ ক্রিস। ওর টি-টোয়েন্টি রেকর্ডের ধারেকাছে কেউ নেই। নিজের পারফরম্যান্সে দারুণ গর্বও খুঁজে নেয় সে। আমরা জানি, ওর মানের একজন ক্রিকেটার যে কোনো সময়ে জ্বলে উঠবে। ক্রিসের ব্যাট যখন কথা বলবে, তার সামনে যে প্রতিপক্ষ আসবে, তাদের জন্য আমার মায়াই লাগছে।”