পূর্নাঙ্গ সফরে বাংলাদেশের আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এক মাসের সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তারা খেলবে একটি যুব টি-টোয়েন্টি, তিনটি যুব ওয়ানডে ও দুটি যুব টেস্ট।
Published : 15 Jan 2019, 12:19 PM
আগামী রোববার ঢাকায় এসে সেদিনই কক্সবাজার চলে যাবে ইংলিশরা। ২৫ জানুয়ারি তারা খেলবে একটি গা গরমের ম্যাচ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৭ জানুয়ারি।
যুব ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ ও ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। ৪ ফেব্রুয়ারি দুই দল কক্সবাজার থেকে যাবে চট্টগ্রামে। প্রথম যুব টেস্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, পরেরটি ১৫ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবে ইংলিশরা।
যুব ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের প্রথম টেস্ট জয় ছিল ইংল্যান্ডের বিপক্ষেই। সেটিও চট্টগ্রামে। ২০০৯ সালে জো রুট, বেন স্টোকসদের ইংল্যান্ড যুব দলকে ২ উইকেটে হারিয়েছিল মুমিনুল হক, এনামুল হক, আবুল হাসানদের বাংলাদেশ যুব দল। যুব টেস্টে বাংলাদেশের জয় আছে আর কেবল একটিই। বর্তমান যুব দল গত অক্টোবরে একটি টেস্টে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।