দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশড পাকিস্তান

চার দিনে জোহানেসবার্গ টেস্ট জিতে পাকিস্তানকে হোওয়াটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা্। ডুয়ানে অলিভিয়ের, কাগিসো রাবাদার নৈপুণ্যে দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ জিতে নিলো তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 01:26 PM
Updated : 14 Jan 2019, 01:26 PM

তৃতীয় টেস্ট ১০৭ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩৮১ রানের লক্ষ্য তাড়ায় ২৭৩ রানে থেমে যায় পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা।   

দা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সোমবার ৩ উইকেটে ১৫৩ রান নিয়ে খেলা শুরু করা পাকিস্তানকে কাঁপিয়ে দেন অলিভিয়ের। গতিময় এই পেসার পরপর দুই বলে বিদায় করেন বাবর আজম ও অধিনায়ক সরফরাজ আহমেদকে।

এদিন সফরকারীদের কোনো ব্যাটসম্যানকে ক্রিজে পড়ে থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়নি। সবাই শট খেলে দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন। 

দ্রুত এগোনো আসাদ শফিককে থামান ভারনন ফিল্যান্ডার। ১৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান তিনশ রানের কাছে যায় লোয়ার অর্ডারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে।

ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির ও হাসান আলিকে ফিরিয়ে দেন রাবাদা। ৪৭ রানে অপরাজিত থাকেন শাদাব খান।

অলিভিয়ের ৩ উইকেট নেন ৭৪ রানে। রাবাদা ৭৫ রানে নেন তিনটি।

দ্বিতীয় ইনিংসের দাপুটে সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ৩ টেস্টে ২৪ উইকেট নেওয়া অলিভিয়ের জেতেন সিরিজ সেরার পুরস্কার।  

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিস: ২৬২

পাকিস্তান ১ম ইনিংস: ১৮৫

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩০৩

পাকিস্তান ২য় ইনিংস: (আগের দিন ১৫৩/৩) ৬৫.৪ ওভারে ২৭৩ (শফিক ৬৫, আজম ২১, সরফরাজ ০, শাদাব ৪৭*, আশরাফ ১৫, আমির ৪, হাসান ২২, আব্বাস ৯; স্টেইন ২/৮০, ফিল্যান্ডার ১/৪১, অলিভিয়ের ৩/৭৪, রাবাদা ৩/৭৫, এলগার ০/১)

ফল: দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: কুইন্টন ডি কক

ম্যান অব দা সিরিজ: ডুয়ানে অলিভিয়ের