বোলিংয়ে নতুনত্ব আনার চেষ্টায় তাসকিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2019 01:17 AM BdST Updated: 13 Jan 2019 01:17 AM BdST
একের পর এক চোট গত বছর খুব ভুগিয়েছে তাসকিন আহমেদকে। বোলিংয়ে ছিলেন না খুব একটা ছন্দে। সেই সময় পিছনে ফেলে নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন এই তরুণ। সিলেট সিক্সার্স কোচ ওয়াকার ইউনুসের পরামর্শ মেনে বোলিংয়ে নতুনত্ব আনতে খাটছেন প্রাণপণে।
বিপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন তাসকিন। চিটাগং ভাইকিংসের বিপক্ষে পরের ম্যাচে ২৮ রানে নেন ৪ উইকেট। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শনিবার ৩ উইকেট নেন ৩৮ রানে। নিজের বোলিংয়ে খুশি এই তরুণ জানান, প্রতি ম্যাচে আরও উন্নতির আশায় কঠোর পরিশ্রম করে চলেছেন।
“শেষ দুইটা ম্যাচ ভালো হয়েছে। এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে। প্রত্যেকটা ম্যাচে ভুল থেকে শেখার চেষ্টা করছি। তো মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ না।”
জাতীয় দলের বাইরে থাকা তাসকিন বোলিংয়ে নতুনত্ব এনে আবার খেলতে চান দেশের হয়ে।
“সত্যি কথা বলতে কী সব সময় বিশ্বাস করতাম, করি, করবোও জাতীয় দলে খেলার যোগ্যতা রাখি। ২০১৮ সালটা চোট আর বাজে ছন্দ মিলিয়ে একটু খারাপ কেটেছে। কঠোর পরিশ্রম করছি, সামনেও করব।”

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকারের সঙ্গ দারুণ উপভোগ করছেন তাসকিন। কোচের কাছ থেকে শিখে নিচ্ছেন ফাস্ট বোলিংয়ের নানা কৌশল।
“আমরা স্থানীয় বোলাররা সব সময় উনার সঙ্গে কথা বলে শেখার চেষ্টা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেন অনুমেয় বোলিং না হয়ে যায় সেদিকে উনি খুব জোর দেন। শুধু জোরে না বা শুধু ধীরে না, দুইটার মিশেলে সঠিক লাইন-লেংথে স্পট বোলিং নিয়ে উনি কাজ করছেন। আমাদের অনেক অনুপ্রাণিত করছেন উনি।”
“আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করেন যে, আমরা ভালো করতে পারব। এটা সম্ভব, আমাদের সেই সামর্থ্য আছে। উনি অনেক আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করছেন। আশা করি, আমরা বোলিং ইউনিট উনার কাছ থেকে সামনে অনেক কিছু শিখতে পারব।”
নিজে একজন পেসার হওয়ায় ওয়াকার খুব সহজেই ধরে ফেলতে পারেন পেসারদের ভুল। তাসকিন মনে করেন, একজন পেসার প্রধান কোচ হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন তারা।
“কোনো সন্দেহ নেই, উনি একজন কিংবদন্তি। অনেক ধরনের ক্রিকেট উনি খেলেছেন। অনেক বছর ক্রিকেট খেলেছেন। আমরা ম্যাচে কোনো ভুল করলে উনি সেটা খুব সহজে ধরে ফেলতে পারেন। উনি আমাদের বলেন, এই ভুলটা এই কারণে হয়েছে। আমরা খেলোয়াড়রা এই ভুলগুলো নিয়ে সতর্ক থাকি, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। সব মিলিয়ে উনি অনেক সাপোর্ট করছেন।”
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার