আমাদের ভুল, আলিসের কৃতিত্ব: মাশরাফি

ম্যাচ ছিল হাতের মুঠোয়। শেষ কয়েক ওভারের নাটকীয়তায় সেই ম্যাচ ফসকে গেছে রংপুর রাইডার্সের হাত থেকে। হারের জন্য রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দায় দিলেন নিজেদের ভুলকে, কৃতিত্ব দিলেন প্রতিপক্ষের অভিষিক্ত বোলার আলিস আল ইসলামকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2019, 04:14 PM
Updated : 11 Jan 2019, 04:44 PM

শুক্রবার বিপিএলে ঢাকা ডায়নামাইটসের ১৮৩ রান তাড়ায় রংপুর ছিল জয়ের কাছে। শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান, উইকেট আছে তখনও ৬টি।

কিন্তু শীর্ষ পর্যায়ের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামা আলিস ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। হ্যাটট্রিক করে ম্যাচে ফেরান নাটকীয়তা। সুনিল নারাইন এক ওভারে উইকেট নেন দুটি। শেষ ওভারের প্রথম দুই বলে আলিসকে দুটি বাউন্ডারি মেরেছিলেন শফিউল ইসলাম। কিন্তু স্নায়ু চাপে উতরে যান এই অফ স্পিনার। শেষ পর্যন্ত রংপুর হারে ২ রানে।

ম্যাচ শেষে হারের কারণ খুঁজতে গিয়ে মাশরাফি বললেন আলিসের সেই চাপ উতরানোর কথাই।

“অবশ্যই ও ভালো বল করেছে। বলে বৈচিত্র আছে। ওর জন্য ভালো হয়েছে যে এই ধরনের স্টেজে এসে গুরুত্বপূর্ণ সময়ে ভালো বল করে ম্যাচ জিতিয়েছে।”

“আমরা ম্যাচে শেষ পর্যন্ত ঠিকই ছিলাম। ওকেও ভালোই সামলেছে ছেলেরা। শেষ মূহুর্তে আমাদের ভুলের কারণে ম্যাচটি হেরেছি। তবে কৃতিত্ব অবশ্যই তার। কারণ সে ওই সময় নার্ভ ধরে রেখেছে এবং পারফর্ম করতে পেরেছে।”