লর্ডস টেস্টে ইংল্যান্ডের রান পাহাড়ের পর ইনিংস হার এড়াতে লড়ছে আয়ারল্যান্ড।
নিজেদের প্রথম তিন ম্যাচে হেরেছে খুলনা। তিন ইনিংসে অধিনায়ক মাহমুদউল্লাহ করেন ২৪, ৮ ও ১১ রান। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি আরিফুল। ১২, অপরাজিত ১৯ ও ১২ রান আসে তার ব্যাট থেকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাজশাহীর কাছে ৭ উইকেটে হারের পর জয়াবর্ধনে জানান, নেটে ভালো ব্যাটিং করায় তাদের ফর্ম নিয়ে একদমই ভাবছেন না তিনি।
“না, কোনো দুর্ভাবনা নেই। মাহমুদউল্লাহ প্রতিভাবানা এবং খুব ভালো একজন খেলোয়াড়। কয়েকটা ইনিংসে একজন খেলোয়াড়ের উঁচু মান চলে যায় না। আমি নিশ্চিত সে রান করবে। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”
“আরিফুলের ভূমিকা ভিন্ন। ওর দায়িত্ব ম্যাচ শেষ করা। ওদের কাউকে নিয়েই আমার দুর্ভাবনা নেই। ওরা নেটে খুব ভালো ব্যাটিং করছে। ওদের মনোভাবও ভালো। আমাদের কেবল টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়টা প্রয়োজন।”