মাশরাফির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তামিমের উইকেট

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম চার ব্যাটসম্যানকে ফেরানো মাশরাফি বিন মুর্তজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তামিম ইকবালের উইকেট। কারণ, বাঁহাতি এই ওপেনার যে কোনো সংস্করণে খুব ভালোভাবে সামলান মাশরাফিকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 04:48 PM
Updated : 8 Jan 2019, 04:48 PM

১১ রানে ৪ উইকেট নিয়ে কুমিল্লার টপ অর্ডার গুঁড়িয়ে দেন মাশরাফি। তামিমকে ফিরিয়ে শিকার ধরার পর একে একে তুলে নেন ইমরুল কায়েস, এভিন লুইস ও স্টিভেন স্মিথের উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতা রংপুর রাইডার্স অধিনায়ক জানান, তামিমের উইকেটে আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল তার।

“চার উইকেটের ভেতরে অবশ্যই তামিমের উইকেট বেশি গুরুত্বপূর্ণ ছিল। স্মিথেরটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। তামিম সবসময় আমাকে ভালোভাবে সামলে এসেছে। লম্বা সময় ধরে ও আমাকে ভালো খেলে আসছে। টি-টোয়েন্টি, ওয়ানডে, চার দিনের ম্যাচ যেটাই খেলেছি, ও সব সময় আমাকে ভালোভাবে সামলেছে।”

“ওর স্ট্রাইক রেটও ভালো থাকে আমার বিপক্ষে। তাই ওর উইকেট অবশ্যই আমার জন্য ইতিবাচক ছিল। যেহেতু ও আমার বিপক্ষে সবসময় সফল থাকে, ওর উইকেট নেওয়ায় আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। স্মিথ, লুইস কি করতে পারে আমরা সবাই জানি। আমার ক্ষেত্রে তামিমের উইকেট বেশি গুরুত্বপূর্ণ ছিল।”

কুমিল্লাকে ৬৩ রানে থামিয়ে ৯ উইকেটের জয় তুলে নেয় রংপুর।