স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছিটকে গেছেন ইংল্যান্ডের প্রথম পছন্দের স্পিনার।
মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। অনাপত্তিপত্র না আসায় রংপুরের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি গেইল। তবে সেই জটিলতা কেটে যাওয়ায় তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা একাদশে পাচ্ছে এই বিস্ফোরক ওপেনারকে।
“সত্যি কথা বলতে, আমাদের দলে গেইল আছে। গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। স্মিথের এটি প্রথম বিপিএল। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া কোন খেলা খেলতে আসেননি। তো সুবিধা আমাদের থাকবে গেইলের জন্যই। এখানকার বোলারদের সবাইকেই ওর জানা। আমি ‘বিগ বস’ কে এগিয়ে রাখব।”