রান আউটের সিদ্ধান্ত নিয়ে ওয়ার্নারের হতাশা

ক্যামেরার পেছনের আম্পায়ার যখন কোনো ভুল সিদ্ধান্ত দেন তখন বলার কিছু থাকে না- এভাবেই নিজের রান আউট নিয়ে প্রতিক্রিয়া জানালেন ডেভিড ওয়ার্নার। আগে ক্রিজ ছোঁয়ার পরও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় হতাশ সিলেট সিক্সার্স অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 12:08 PM
Updated : 6 Jan 2019, 12:08 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববারের প্রথম ম্যাচে সিলেট ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে যান ওয়ার্নার। ভুল বোঝাবুঝিতে তিনি ও তৌহিদ হৃদয় চলে যান এক প্রান্তে। টিভি রিপ্লেতে দেখে দেখা গেছে ওয়ার্নার ক্রিজ ছুঁয়েছেন আগে, কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দেন তাকেই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই আউটে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা জানান ওয়ার্নার।

“আমাকে অন্যরা বলেছে এটা ঠিক (সিদ্ধান্ত) ছিল না। আমি দেখিনি কি ঘটেছে। তবে দৃশ্যত আমি ভেতরে ছিলাম। আপনি যদি ক্যামেরার পেছনে থাকেন আর এই ধরনের ভুল সিদ্ধান্ত দেন আমি জানি না (কি বলা উচিত)। যারা এই ধরনের সিদ্ধান্ত দেন আমি তাদের হয়ে বলতে পারি না। আমাকে সিদ্ধান্ত মেনে নিতে হবে।”      

নিজের রান আউটে তরুণ সতীর্থ তৌহিদের কোনো ভুল দেখেন না ওয়ার্নার।

“দিন শেষে আমরা এই রান আউট নিয়ে কথা বলেছি। ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটেই। এখানে কারো ভুল নেই। এটা স্রেফ ভুল বোঝাবুঝি। আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে।”