রান আউটের সিদ্ধান্ত নিয়ে ওয়ার্নারের হতাশা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2019 06:08 PM BdST Updated: 06 Jan 2019 06:08 PM BdST
ক্যামেরার পেছনের আম্পায়ার যখন কোনো ভুল সিদ্ধান্ত দেন তখন বলার কিছু থাকে না- এভাবেই নিজের রান আউট নিয়ে প্রতিক্রিয়া জানালেন ডেভিড ওয়ার্নার। আগে ক্রিজ ছোঁয়ার পরও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় হতাশ সিলেট সিক্সার্স অধিনায়ক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববারের প্রথম ম্যাচে সিলেট ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে যান ওয়ার্নার। ভুল বোঝাবুঝিতে তিনি ও তৌহিদ হৃদয় চলে যান এক প্রান্তে। টিভি রিপ্লেতে দেখে দেখা গেছে ওয়ার্নার ক্রিজ ছুঁয়েছেন আগে, কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দেন তাকেই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই আউটে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা জানান ওয়ার্নার।
“আমাকে অন্যরা বলেছে এটা ঠিক (সিদ্ধান্ত) ছিল না। আমি দেখিনি কি ঘটেছে। তবে দৃশ্যত আমি ভেতরে ছিলাম। আপনি যদি ক্যামেরার পেছনে থাকেন আর এই ধরনের ভুল সিদ্ধান্ত দেন আমি জানি না (কি বলা উচিত)। যারা এই ধরনের সিদ্ধান্ত দেন আমি তাদের হয়ে বলতে পারি না। আমাকে সিদ্ধান্ত মেনে নিতে হবে।”
নিজের রান আউটে তরুণ সতীর্থ তৌহিদের কোনো ভুল দেখেন না ওয়ার্নার।
“দিন শেষে আমরা এই রান আউট নিয়ে কথা বলেছি। ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটেই। এখানে কারো ভুল নেই। এটা স্রেফ ভুল বোঝাবুঝি। আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে।”
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
মুশফিকের ৫ হাজার, লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ