অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সিরিজ জয়ের পথে ভারত

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পাওয়া কুলদীপ যাদব সিডনি টেস্টে দলকে প্রথম ইনিংসে এনে দিলেন তিনশ ছাড়ানো লিড। তাতে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো দেশের মাটিতে ফলো অনে নেমেছে অস্ট্রেলিয়া। দেশটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ভারত।   

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 07:47 AM
Updated : 6 Jan 2019, 07:47 AM

বৃষ্টির বাধায় চতুর্থ দিন খেলা হলো এক সেশনেরও কম। দারুণ বোলিংয়ে এদিন ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে বিরাট কোহলির দল। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৬ রান। এখনও স্বাগতিকরা ৩১৬ রানে পিছিয়ে।

১৯৮৮ সালে সবশেষ দেশের মাটিতে কোনো টেস্টে ফলো অন করেছিল অস্ট্রেলিয়া। সেবার সিডনিতেই তাদের ফলো অন করিয়েছিল ইংল্যান্ড।

এ নিয়ে চারবার অস্ট্রেলিয়াকে ফলো অন করালো ভারত। ১৯৭৯-৮০ মৌসুমে দুইবার দেশের মাটিতে ফলো অন করিয়েছিল তারা। সবশেষ ১৯৮৬ সালে সিডনিতে স্বাগতিকদের ফলো অন করিয়েছিল ভারত।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার ৬ উইকেটে ২৩৬ রান নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩০০ রানে।

কোনো রান রান যোগ করার আগেই প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকমকে বোল্ড করে বিদায় করেন জাসপ্রিত বুমরাহ।

ন্যাথান লায়নকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শূন্য রানে বিদায় করেন কুলদীপ। পরে জশ হেইজেলউডকে বিদায় করে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন এই বাঁহাতি রিস্ট স্পিনার।

ভারত প্রথম ইনিংসে পায় ৩২২ রানের লিড, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ৪০০ রানের লিড ছিল স্বাগতিকদের।

কুলদীপ ৯৯ রানে নেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ায় মাত্র দ্বিতীয় সফরকারী বাঁহাতি রিস্ট স্পিনার হিসেবে পাঁচ উইকেট পেলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৩৬/৬) ১০৪.৫ ওভারে ৩০০ (হ্যান্ডসকম ৩৭, কামিন্স ২৫, স্টার্ক ২৯*, লায়ন ০, হেইজেলউড ২১; শামি ২/৫৮, বুমরাহ ১/৬২, জাদেজা ২/৭৩, কুলদীপ ৫/৯৯, বিহারি ০/২)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলো অন) ৪ ওভারে ৬/০ (খাওয়াজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)