বুমরাহর ৬ উইকেটের পর কামিন্সের তোপ

ক্যারিয়ারে প্রথমবারের মতো ৬ উইকেট পেলেন জাসপ্রিত বুমরাহ। তার দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল দেড়শ ছাড়িয়েই। স্বাগতিকদের ফলোঅন না করানো ভারত দ্বিতীয় ইনিংসে ধুঁকছে গতিময় পেসার প্যাট কামিন্সের ছোবলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2018, 08:43 AM
Updated : 28 Dec 2018, 01:18 PM

তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৫৪ রান। অভিষিক্ত ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ২৮ ও কিপার ব্যাটসম্যান রিশাব পান্ত ৬ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ২৯২ রানের লিড পাওয়া সফরকারীরা এগিয়ে গেছে ৩৪৬ রানে।

দ্বিতীয় ইনিংসেও দলকে সাবধানী শুরু এনে দিয়েছিলেন হনুমা বিহারি ও আগারওয়াল। এবারও শর্ট বলে বিহারিকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন কামিন্স। গতির ঝড় তোলা ডানহাতি এই পেসার পরের দুই ওভারে ফিরিয়ে দেন চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানেকে।  

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পুজারা ও কোহলি খুলতে পারেননি রানের খাতা। রাহানে ফিরেন ১ রান করে।

দুই অঙ্ক ছোঁয়ার আগেই রোহিত শর্মাকে বিদায় করেন জশ হেইজেলউড। দারুণ দৃঢ়তা দেখানো আগারওয়াল দিনের বাকি সময়টা কাটিয়ে দেন পান্তকে নিয়ে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার বিনা উইকেটে ৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৫১ রানে।

স্বাগতিকদের ইনিংসে নেই কোনো পঞ্চাশ ছোঁয়া জুটি। দুই অঙ্ক ছোঁয়া ছয় ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি ত্রিশের ঘর পর্যন্ত। এক সময়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৮৯/৩। বুমরাহর ছোবলে বোলিংয়ে ৬২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে টিম স্বাগতিকরা। সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার মার্কাস হ্যারিস ও অধিনায়ক টিম পেইনের ব্যাট থেকে। 

৩৩ রানে ৬ উইকেট নেন বুমরাহ। টেস্টে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা ছিল ৫/৫৪।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪৪৩/৭ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ৮/০) ৬৬.৫ ওভারে ১৫১ (হ্যারিস ২২, ফিঞ্চ ৮, খাওয়াজা ২১, শন মার্শ ১৯, হেড ২০, মিচেল মার্শ ৯, পেইন ২২, কামিন্স ১৭, স্টার্ক ৭*, লায়ন ০, হেইজেলউড ০; ইশান্ত ১/৪১, বুমরাহ ৬/৩৩, জাদেজা ২/৪৫, শামি ১/২৭, বিহারি ০/১)

ভারত ২য় ইনিংস: ২৭ ওভারে ৫৪/৫ (বিহারি ১৩, আগারওয়াল ২৮*, পুজারা ০, কোহলি ০, রোহিত ৫, রাহানে ১, পান্ত ৬*; স্টার্ক ০/১১, হেইজেলউড ১/১৩, লায়ন ০/১৯, কামিন্স ৪/১০)