নিউ জিল্যান্ড ওয়ানডে দলে ফিরলেন নিশাম-ব্রেসওয়েল

এক বছরের বেশি সময় পরে নিউ জিল্যান্ড ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম ও পেসার ডগ ব্রেসওয়েল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2018, 06:21 AM
Updated : 27 Dec 2018, 06:21 AM

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৩ সদস্যের দলে ডাক পেয়েছেন কিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত উইকেটরক্ষক টম ল্যাথাম ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে।

চোটের জন্য পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ থেকে ছিটকে যাওয়া ওপেনার মার্টিন গাপটিল ফিরেছেন দলে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। হাঁটুর চোট কাটিয়ে নয় মাস পর মাঠে ফেরা স্পিন বোলিং অলরাউন্ডারকে নেওয়া হয়নি শ্রীলঙ্কা সিরিজে।

প্রায় ১৮ মাস আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা নিশাম দলে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করে। নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভালো করে দলে ফিরেছেন ব্রেসওয়েল।

ওয়ানডের নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কলিন মানরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর।