
লাকমলের ৫ উইকেট, ব্যাটে-বলে উজ্জ্বল সাউদি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2018 04:16 PM BdST Updated: 26 Dec 2018 04:16 PM BdST
-
ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট
১৬ ওভারের টানা স্পেলে দারুণ বোলিংয়ে সুরটা বেঁধে দিলেন সুরঙ্গা লাকমল। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডকে দুইশ রানের নিচে থামালেন এই পেসার। ঝড়ো ফিফটির পর শ্রীলঙ্কার টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে দ্রুত বিদায় করে দলকে লড়াইয়ে রাখলেন টিম সাউদি।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৮৮ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৭ ও রোশেন সিলভা ১৫ রানে ব্যাট করছেন। নিউ জিল্যান্ডকে ১৭৮ রানে থামানো সফরকারীরা এখনও ৯০ রানে পিছিয়ে।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা, দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্দিমালকে দুই অঙ্কে যেতে দেননি সাউদি। ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
আগের ম্যাচে লড়িয়ে এক সেঞ্চুরি করা কুসল মেন্ডিস ফিরে যান ১৫ রান করে। উইকেটে জমে গেছেন প্রথম টেস্টের আরেক সেঞ্চুরিয়ান ম্যাথিউস। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সিলভা।
সাউদি ৩ উইকেট নেন ২৯ রানে।
হ্যাগলি ওভালে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে লাকমলের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা। শুরু থেকেই আকাশ ছিল মেঘ ঢাকা। উইকেট সবুজ ঘাসে ঢাকা। সুইং বোলিংয়ের আদর্শ কন্ডিশন দারুণভাবে কাজে লাগিয়েছেন লাকমল। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পেয়েছেন পাঁচ উইকেট।
লঙ্কান পেসারের লাইন-লেংথ ছিল নিখুঁত। দুই দিকেই বল সুইং করিয়ে ব্যাটসম্যানদের ফেলেছিলেন দারুণ পরীক্ষায়। এক প্রান্তে টানা ১৬ ওভার বোলিং করে তুলে নেন চার উইকেট। ২০০১ সাল থেকে ‘বল বাই বল’ রেকর্ড রাখার পর এটাই কোনো পেসারের সবচেয়ে দীর্ঘ স্পেল।
লাকমলের তোপে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলে বিজে ওয়াটলিং ও সাউদির ১০৮ রানের জুটি। ক্রিজে এসেই বোলারদের ওপর চড়াও হন সাউদি। তাকে সঙ্গ দিয়ে যান কিপার ব্যাটসম্যান ওয়াটলিং।
এক সময়ে স্বাগতিকদের একশ রানই মনে হচ্ছিল দূরের পথ। সেখানে ওয়াটলিং-সাউদির জুটিতে মনে হচ্ছিল দুইশ রানও সম্ভব। ৬৫ বলে তিন ছক্কা ও ছয়টি চারে ৬৮ রান করা সাউদিকে ফিরিয়ে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন দিলরুয়ান পেরারা।
এরপর বেশিদূর এগোয়নি নিউ জিল্যান্ডের ইনিংস। ৬ রানে শেষ ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৭৮ রানে।
নিল ওয়াগনারকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নেন লাকমল। ৫৪ রানে ৫ উইকেট নেন অভিজ্ঞ এই পেসার। লাহিরু কুমারা ৩ উইকেট নেন ৪৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৭৮ (রাভাল ৬, ল্যাথাম ১০, উইলিয়ামসন ২, টেইলর ২৭, নিকোলস ১, ওয়াটলিং ৪৬, ডি গ্র্যান্ডহোম ১, সাউদি ৬৮, ওয়েগনার ০, প্যাটেল ২, বোল্ট ১*; লাকমল ৫/৫৪, কুমারা ৩/৪৯, ম্যাথিউস ০/৬, চামিরা ০/৪৩, পেরেরা ১/১৩)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩২ ওভারে ৮৮/৪ (গুনাথিলাকা ৮, করুনারত্নে ৭, চান্দিমাল ৬, মেন্ডিস ১৫, ম্যাথিউস ২৭*, সিলভা ১৫*; বোল্ট ০/২০, সাউদি ৩/২৯, ডি গ্র্যান্ডহোম ১/১৯, ওয়েগনার ০/১০)
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- মুস্তাফিজের বোলিংয়ে হতাশ ও বিরক্ত হাবিবুল
- তারেক ক্ষমা না চাইলে বিএনপি ক্ষমতা পাবে না: কাদের সিদ্দিকী
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যারা
- দ্রুততম ফিফটিতে গুরবাজের আগে শুধুই শেহজাদ
- রোহিঙ্গা গণহত্যা: এখন জাতিসংঘের আদালতের সিদ্ধান্তের অপেক্ষা
- লেবার পার্টির ভরাডুবির রাতেও জয়ে উজ্জ্বল বাঙালি চার কন্যা
- মুশফিকদের দাপুটে শুরু
- ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণী ভোটে বড় জয় নিয়ে ফের ক্ষমতায় বরিস জনসন
- নাগরিকত্ব বিল: অগ্নিগর্ভ আসামে গুলিতে নিহত ২
- জন্ম নিয়ন্ত্রক বড়ির ক্ষতিকর দিক