ভারত টি-টোয়েন্টি দলে ফিরলেন ধোনি
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2018 08:26 PM BdST Updated: 24 Dec 2018 08:26 PM BdST
ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দলে ছিলেন না তিনি। নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দলেও। তবে জায়গা পেয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে।
ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবার অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে এবং নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে।
ওয়ানডে দলে ফিরেছেন দিনেশ কার্তিক। আরেক কিপার ব্যাটসম্যান রিশাব পান্তের জায়গায় দলে এসেছেন তিনি। ওয়ানডে দলের নিয়মিত মুখ কেদার যাদব জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
কেদার ও হার্দিক ফেরায় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার ও ওয়াশিংটন সুন্দর। মনিশ পান্ডে ও উমেশ যাদব নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কোনো দলেই।
দুই সংস্করণেই দলে আছেন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ খলীল। ওয়ানডে দলে তাদের সঙ্গী হবেন আরেক পেসার মোহাম্মদ শামি।
ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), অম্বাতি রাইডু (ওয়ানডেতে), দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রিশাব পান্ত (টি-টোয়েন্টিতে), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া (টি-টোয়েন্টিতে), রবীন্দ্র জাদেজা (ওয়ানডেতে), ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি (ওয়ানডেতে), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ খলীল।=
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’