১১০ শতাংশ দিয়ে লড়বে উইন্ডিজ

ক্যারিবিয়ানে টেস্ট সিরিজে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের কাছে তারা হেরেছে চারটি সিরিজ। কিমো পল জানান, আরেকটি সিরিজে হার এড়াতে মাঠে ১১০ শতাংশ দিয়ে চেষ্টা করবেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 01:34 PM
Updated : 21 Dec 2018, 01:34 PM

ক্যারিবিয়ানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে তারা। পরে ২-১ ব্যবধানে জিতে নেয় ওয়ানডে সিরিজ।

দ্বিতীয় ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের দল আনে ১-১ সমতা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচ জিতে সিরিজ হারের চক্র ভাঙতে চান পল।

“ওরা খুব ভালো খেলে টি-টোয়েন্টি সিরিজে সমতা এনছে। তবে আমরা এখনও আত্মবিশ্বাসী। সিরিজ জিততে আগামী কালকের ম্যাচে আমরা ১১০ শতাংশ দিয়ে চেষ্টা করবো।” 

প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে স্বাগতিকরা জেতে ৩৬ রানে। পল জানান, দ্বিতীয় ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে সঠিক পরিকল্পনা সাজিয়ে পরের ম্যাচে খেলতে চান তারা।

“আমরা প্রতি ম্যাচে একই পরিকল্পনা নিয়ে খেলতে পারি না। পরের ম্যাচে আমাদের আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।”  

“আমরা দেখেছি যে, ওরা পাওয়ার প্লেতে বোলারদের ওপর চড়াও হয়। আমাদের এখন এটি নিয়ে একটি পরিকল্পনা আছে। আমরা মাঠে ঠিক মতো এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।”