সানজামুলের ৬ উইকেট, মজিদের ফিফটি

টানা তৃতীয় ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট নিলেন উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করা মধ্যাঞ্চলের টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল মজিদ তুলে নিলেন তৃতীয় ফিফটি। বিসিএলের পঞ্চম রাউন্ডে অনুমিত ড্র হয়েছে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 01:16 PM
Updated : 21 Dec 2018, 01:16 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার ১ উইকেটে ১৪৯ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করা মধ্যাঞ্চল অলআউট হয়ে যায় ২৯৪ রানে।

আগের দিন ফিফটি পাওয়া সাইফ হাসানকে দ্রুত ফেরান সানজামুল। পঞ্চাশ ছোঁয়ার পর মজিদকে বিদায় করেন আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব। ৮৭ বলে খেলা মজিদের ৫৪ রানের ইনিংস গড়া ৬টি চারে।

২ উইকেটে ২২৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো মধ্যাঞ্চলকে তিনশ রানের নিচে থামিয়ে দেন সানজামুল ও সাকলাইন। শুভাগত হোম চৌধুরীর দল শেষ ৮ উইকেট হারায় ৬৫ রানে। ৩৪ রান করে ফিরেন মার্শাল। নয় নম্বর ব্যাটসম্যান রবিউল হক করেন ২০ রান।

১০৩ রান দিয়ে ৬ উইকেট নেন সানজামুল। দারুণ বোলিংয়ে বাঁহাতি এই স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সাকলাইন ৩ উইকেট নেন ৭৫ রানে।

দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চল ৩ উইকেটে ১১৩ রান করলে ড্র মেনে নেন দুই অধিনায়ক। সে সময় ৩৩ রানে ব্যাট করছিলেন ফরহাদ হোসেন।

১৬ রান করে ফিরেন ওপেনার মিজানুর রহমান। জুনায়েদ সিদ্দিক ৭ চারে করেন ৪৭ রান। দ্রুত ফিরেন নাঈম ইসলাম। 

৩০ ওভার বোলিং করাতে ৭ বোলার ব্যবহার করেন মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৪৬

মধ্যাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ১৪৯/১) ৮৫.৫ ওভারে ২৯৪ (সাইফ ৬৭, মজিদ ৫৪, মার্শাল ৩৪, শুভাগত ২, তাইবুর ৩, জাবিদ ১২, শহিদুল ৩, রবিউল ২০, তাসকিন ৯, সানি ০*; জিয়া ০/৫, মোহর ০/৫১, সানজামুল ৬/১০৩, সাকলাইন ৩/৭৫, নাঈম ১/৪৫)

উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৩০ ওভারে ১১৩/৩ (মিজানুর ১৬, জুনায়েদ ৪৭, ফরহাদ ৩৩*, নাঈম ১০, সাব্বির ৪*; তাসকিন ০/১৯, সানি ১/৩১, শুভাগত ০/২২, সাইফ ০/৮, তাইবুর ১/১২, শান্ত ১/১৪, মজিদ ০৫)

ফল: ড্র

ম্যান অব দা ম্যাচ: সানজামুল ইসলাম