মেন্ডিস-ম্যাথিউসের দৃঢ়তার পর বৃষ্টিতে ড্র ওয়েলিংটন টেস্ট

কুসল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউসের দৃঢ়তায় ম্যাচ বাঁচাতে লড়াই করছিল শ্রীলঙ্কা। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের পঞ্চম ও শেষ দিন সফরকারীরা পেল বৃষ্টির সহায়তা। ড্র হল সিরিজের প্রথম টেস্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 09:23 AM
Updated : 19 Dec 2018, 09:23 AM

বৃষ্টির বাধায় বুধবার খেলা হয় মাত্র ১৩ ওভার। বেসিন রিজার্ভে ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা কোনো উইকেট না হারিয়ে যোগ করে ২৮ রান।

আগের দিনের মতোই সাবধানী ছিলেন দুই সেঞ্চুরিয়ান মেন্ডিস-ম্যাথিউস। একদমই শট খেলেননি ম্যাথিউস। নিজের জোনে বল পেয়ে কিছু শট খেলেছেন মেন্ডিস। তৃতীয় দিন শেষ বেলায় জুটি বাঁধা দুই ব্যাটসম্যানকে বিচ্ছিন্ন করতে পারেনি নিউ জিল্যান্ড। 

শ্রীলঙ্কার ইনিংসের ১১৫ ওভার শেষে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় সফরকারীদের স্কোর ছিল ২৮৭/৩। মেন্ডিস ৩৩৫ বলে ১৬ চারে অপরাজিত ছিলেন ১৪১ রানে। পঞ্চম দিন মাত্র তিন রান যোগ করা ম্যাথিউস অপরাজিত ছিলেন ১২০ রানে। 

আদ্যন্ত ব্যাটিংয়ে অপরাজিত ২৬৪ রানের দারুণ ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নিউ জিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম।

আগামী বুধবার ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮২

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৭৮

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন শেষে ২৫৯/৩) ১১৫ ওভারে ২৮৭/৩ (মেন্ডিস ১৪১*, ম্যাথিউস ১২০*; সাউদি ২/৫২, বোল্ট ১/৬২, ওয়েগনার ০/১০০, ডি গ্র্যান্ডহোম ০/২৪, প্যাটেল ০/৪৬, রাভাল ০/১)

ফল: ড্র

ম্যান অব দা ম্যাচ: টম ল্যাথাম