হারা ম্যাচে সাকিবের শাস্তি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার একই সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 06:23 PM
Updated : 18 Dec 2018, 06:23 PM

সিলেটে গত সোমবার বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে একটি বল ওয়াইড আশা করেছিলেন সাকিব। আম্পায়ার সেটা ওয়াইড না দেওয়ায় প্রথমে চিৎকার করেন সে সময় স্ট্রাইকে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান। পরে আম্পায়ারের সঙ্গে লম্বা সময় ধরে কথা বলতে দেখা যায় তাকে।

ম্যাচ শেষে দোষ স্বীকার করে নেন সাকিব। মেনে নেন ম্যাচ রেফারি জেফ ক্রোর তাকে দেওয়া শাস্তি।

২০১৬ সালে ডিমেরিট পয়েন্ট চালু হওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন সাকিব। শ্রীলঙ্কায় গত মার্চে ত্রিদেশীয় সিরিজে খেলার সময় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।