ভারতকে উড়িয়ে সমতায় অস্ট্রেলিয়া

ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল আগের দিনই। শেষ দিন ভারতের লেজ দ্রুত গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে বড় জয়। সমতা ফিরিয়েছে সিরিজে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 05:23 AM
Updated : 18 Dec 2018, 05:23 AM

পার্থ টেস্টে ১৪৬ রানে জিতেছে অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে ২৮৭ রানের লক্ষ্যে ছুটে মঙ্গলবার শেষ দিনে ভারত গুটিয়ে গেছে কেবল ১৪০ রানেই। চার ম্যাচ সিরিজের দুটি শেষে এখন ১-১ সমতা।

৫ উইকেটে ১১২ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল ভারত। হনুমা বিহারি ও রিশাভ পান্তের জুটি ভাঙার পর আর এগোতে পারেনি তারা। এ দিন মাত্র ১৫ ওভারেই ম্যাচ শেষ করে দেয় অস্ট্রেলিয়া।

বিহারিকে ফিরিয়ে জুটি ভাঙেন মিচেল স্টার্ক। পান্তকে ফেরান লায়ন। শেষ তিন ব্যাটসম্যান রানের দেখাই পাননি। অস্ট্রেলিয়ান বোলাররা ছিলেন রুদ্র রূপে। ২১ রানের মধ্যে ভারত হারিয়েছে শেষ ৫ উইকেট।

গতিময় ও বাউন্সি উইকেটে ধ্রুপদি অফ স্পিনের প্রদর্শনীতে ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নাথান লায়ন।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬

ভারত ১ম ইনিংস: ২৮৩

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৪৩

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৭) ৫৬ ওভারে ১৪০ (আগের দিন ১১২/৫) (বিহারি ২৮, পান্ত ৩০, উমেশ ২, ইশান্ত ০, শামি ০*, বুমরাহ ০; স্টার্ক ৩/৪৬, হেইজেলউড ২/২৪, কামিন্স ২/২৫, লায়ন ৩/৩৯)।

ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী

সিরিজ: ৪ ম্যাচ সিরিজে ১-১ সমতা

ম্যান অব দা ম্যাচ: নাথান লায়ন