শামির ছোবল সামলে জয় দেখছে অস্ট্রেলিয়া  

ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে থামিয়ে লক্ষ্যটা তিনশ রানের নিচে রেখেছিলেন মোহাম্মদ শামি। তবে একশ রানের মধ্যে ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বিদায় করে পার্থ টেস্টে জয়ের পথে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 11:34 AM
Updated : 17 Dec 2018, 11:40 AM

চতুর্থ দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১১২ রান। হনুমা বিহারি ২৪ ও রিশাব পান্ত ৯ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ দিন আরও ১৭৫ রান চাই সফরকারীদের। সিরিজে সমতা আনতে অস্ট্রেলিয়ার চাই শেষ ৫ উইকেট।

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে লোকেশ রাহুলকে বোল্ড করে ফেরান মিচেল স্টার্ক। চেতেশ্বর পুজারাকে বেশিক্ষণ টিকতে দেননি জশ হেইজেলউড।

প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মুরালি বিজয় খেলছিলেন আস্থার সঙ্গে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বিরাট কোহলির সঙ্গে এগিয়ে নিচ্ছিলেন দলকে। থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে পরপর দুই ওভারে ফেরান অফ স্পিনার ন্যাথান লায়ন।

২০ রান করে বোল্ড হন বিজয়। ১৭ রান করে স্লিপে খাওয়াজার হাতে ধরা পড়েন কোহলি। ৫৫ রানে চার উইকেট হারানো ভারত আর কোনো ক্ষতি ছাড়া দিন কাটিয়ে দেওয়ার আশা জাগিয়েছিল অজিঙ্কা রাহানে-বিহারির ব্যাটে।

পেসার হেইজেলউডের বলে পয়েন্টে ট্র্যাভিস হেডের দুর্দান্ত এক ক্যাচে ফিরেন রাহানে। ভাঙে ৪৩ রানের জুটি। দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন বিহারি ও পান্ত।

অস্ট্রেলিয়ার হেইজেলউড ও লায়ন নেন দুটি করে উইকেট।

পার্থ স্টেডিয়ামে সোমবার ৪ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া এগিয়ে যায় সাবলীলভাবে। উসমান খাওয়াজা ও টিম পেইন দলকে দাঁড় করান ৪ উইকেটে ১৯২ রানের দৃঢ় ভিতের ওপর।

শামির দারুণ বোলিংয়ে ৫১ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়ে ২৪৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পেইনকে ফিরিয়ে শামি ভাঙেন স্বাগতিকদের প্রতিরোধ। আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া অ্যারন ফিঞ্চ ক্রিজে ফিরে টিকেন মাত্র এক বল।

২১৩ বলে ৫ চারে ৭২ রান করা খাওয়াজে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নেন শামি। প্যাট কামিন্সকে জাসপ্রিত বুমরাহ দ্রুত ফিরিয়ে দিলে ১৯৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

স্টার্কের ১৪ আর ১১ নম্বর ব্যাটসম্যান হেইজেলউডের অপরাজিত ১৭ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত আড়াইশ রানের কাছাকাছি যায় অস্ট্রেলিয়ার রান।

শামি ৫৬ রানে নেন ৬ উইকেট। টেস্টে ইনিংসে তার আগের সেরা বোলিং ছিল ৫/২৮।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬

ভারত ১ম ইনিংস: ২৮৩

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন শেষে ১৩২/৪) ৯৩.২ ওভারে ২৪৩ (ফিঞ্চ ২৫, খাওয়াজা ৭২, পেইন ৩৭, কামিন্স ১, স্টার্ক ১৪, লায়ন ৫, হেইজেলউড ১৭*; ইশান্ত ১/৪৫, বুমরাহ ৩/৩৯, শামি ৬/৫৬, উমেশ ০/৬১, বিহারি ০/৩১)

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৭) ৪১ ওভারে ১১২/৫ (রাহুল ০, বিজয় ২০, পুজারা ৪, কোহলি ১৭, রাহানে ৩০, বিহারি ২৪*, পান্ত ৯*; স্টার্ক ১/২৮, হেইজেলউড ২/২৪, কামিন্স ০/২৪, লায়ন ২/৩০)