কটরেল-হোপ উড়িয়ে দিলেন বাংলাদেশকে
আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2018 11:45 AM BdST Updated: 17 Dec 2018 03:14 PM BdST
-
ফাইল ছবি
-
-
-
দারুণ বোলিংয়ে বাংলাদেশকে অল্পতে বেঁধে রাখলেন শেলডন কটরেল। ব্যাটিং ঝড়ে বাংলাদেশের বোলিং গুঁড়িয়ে দিলেন শেই হোপ। উড়ন্ত জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের বিশায় জয়
শেই হোপ ফিরে গেলেও থামেনি ক্যারিবিয়ান ঝড়। নিকোলাস পুরান ও কিমো পলের ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ৮ উইকেটে।
চারে প্রমোশন পেয়ে পল খেললেন ১৪ বলে ২৮ রানের ইনিংস। আরেক পাশে পুরান অপরাজিত ১৭ বলে ২৩ রান করে। ১৩০ রান তাড়ায় ক্যারিবিয়ানদের জয় ১০.৫ ওভারেই। এগিয়ে গেল তারা তিন ম্যাচের সিরিজে।
ইনিংসের দ্বিতীয় ওভারে মিরাজের বলে যে তাণ্ডবের শুরু, সেটি আর থামাতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। ব্যাটিং-বোলিং দুটিতেই বাংলাদেশের দিনটি ছিল চরম হতাশার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; টমাস ১/৩৩, কটলের ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরান ২৩*, পল ২৮*; সাকিব ০/৩২, মিরাজ ০/৩৭, আবু হায়দার ০/১৫, সাইফ ১/১৩, মুস্তাফিজ ০/১৫, মাহমুদউল্লাহ ১/১৩)
অবশেষে থামল হোপ ঝড়
জুটি ভাঙায় জুড়ি নেই যার, সেই মাহমুদউল্লাহ আবারও দৃশ্যপটে। থামালেন শেই হোপের ব্যাটিং তাণ্ডব।
অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বলে আবার উড়িয়ে মেলেছিলেন হোপ। এক্সট্রা কাভারে ক্যাচ নেন মুস্তাফিজুর রহমান।
২৩ বলে ৫৫ রান করে থামলেন হোপ। ওয়েস্ট ইন্ডিজের রান ৭.৪ ওভারে ২ উইকেটে ৯৮।
উইন্ডিজের বিশ্বরেকর্ড
হোপের ব্যাটিং ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ স্পর্শ করল বিশ্বরেকর্ড। ৬ ওভারে ক্যারিবিয়ানরা তুলেছে ৯১ রান। পাওয়ার প্লেতে যা সর্বোচ্চ দলীয় রান।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সিলেটেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ ওভারে ৯১ করেছিল নেদারল্যান্ডস। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ৬ ওভারে ৯১ করেছিল আয়ারল্যান্ড। এই বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে একই রান তুলেছিল অস্ট্রেলিয়া।
হোপের রেকর্ড ফিফটি
ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের বোলারদের উড়িয়ে শেই হোপ গড়লেন রেকর্ড। ১৬ বলেই স্পর্শ করলেন ফিফটি, টি-টোয়েন্টিতে যা ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি। ইনিংসে ছক্কাই মেরেছেন ছয়টি, চার তিনটি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগের দ্রুততম ফিফটি ছিল যৌথভাবে কাইরান পোলার্ড ও ক্রিস গেইলের, ২০ বলে।
ছক্কার পর শেষ লুইস
সাইফ উদ্দিনের করা প্রথম বলেই স্লোয়ারে বিশাল এক ছক্কা মেরেছিলেন এভিন লুইস। সাইফ শোধ নিলেন পরের বলেই। ফেরালেন লুইসকে।
শর্ট বলে লং অনের ওপর দিয়ে ওড়াতে চেয়েছিলেন লুইস। বল যতটা আকাশে ওঠে, ততটা দূরত্ব পেরোয়নি। লং অনে ক্যাচ নেন আরিফুল।
১১ বলে ১৮ করে ফিরলেন লুইস। আরেক পাশে হোপের রান তখন ১০ বলে ৩০। ৩.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ৫১।
১৯ বলেই পঞ্চাশ
লক্ষ্য তুলনামূলক ছোটো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের তাড়া যেন বেশি! শেই হোপ ও এভিন লুইসের ঝড়ে মাত্র ৩.১ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ স্পর্শ করল ফিফটি।
এক ওভারে ২৩
ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ায় সাকিবের করা প্রথম ওভারে এসেছিল ৭ রান। পরের ওভারের মিরাজের ওভার থেকে এল ২৩ রান!
ওয়ানডেতে বাংলাদেশকে ভোগানো শেই হোপ এখানে শুরু করলেন তাণ্ডব দিয়ে। মিরাজের এক ওভারে মারলেন তিন ছক্কা। লেগ বাই বাউন্ডারিসহ ওভার থেকে এলো মোট ২৩ রান। ২ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের রান ৩০।
ইনিংস টিকল না ২০ ওভার
মিরাজ আউট হওয়ার পর টিকতে পারলেন না মুস্তাফিজও। কিমো পলের ওই ওভারেই বোল্ড হলেন ভেতরে ঢোকা বলে। বাংলাদেশ খেলতে পারল না ২০ ওভার পুরো। ১৯ ওভারে অলআউট ১২৯ রানে।
শুরু থেকে উইকেট হারানোর যে ধারা শুরু, সেটি খুব লম্বা সময়ের জন্য রুখতে পারেনি দল। এক প্রান্তে ঝড় তুলেছেন সাকিব, আরেক পাশে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ইনিংসের সবচেয়ে বড় জুটি ছিল কেবল ৩০ রানের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; টমাস ১/৩৩, কটরেল ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।
মিরাজকে ফেরালেন পল
শেষ দিকে দ্রুত রান বাড়ানোর চেষ্টা করছিলেন মেহেদী হাসান মিরাজ। সফল হলেন না খুব একটা। কিমো পলের অফ স্টাম্পের বাইরের বল অন সাইডে স্লগ করতে চেয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল উইকেটের পেছনে কিপারের হাতে।
মিরাজ ফিরলেন ১০ বলে ৮ রানে। বাংলাদেশ ১৮.৪ ওভারে ৯ উইকেটে ১২৯।
সাকিবকে থামালেন কটরেল
স্রোতের বিপরীতে একাই ছুটছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ করে আসতে পারলেন না কাজ। আরও এক ব্যাটসম্যানের বিদায় শর্ট বলে।
আগের বলটিতেই স্লোয়ার ডেলিভারিতে ছক্কা মেরেছিলেন সাকিব। পরের বলটি কটরেল ঠুকে দিলেন উইকেটে। পুল করতে গিয়ে সাকিবের হাতে ঘুরে গেল ব্যাট। সহজ ক্যাচটি নিজের বলে নিজেই নিলেন কটরেল। ম্যাচে তার চতুর্থ শিকার।
৪৩ বলে ৬১ রান করে ফিরলেন সাকিব। ১৭.৩ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে ১২২।
শুরুতেই শেষ সাইফ
পরিস্থিতির দাবি না মিটিয়ে আরও এক ব্যাটসম্যানের দায়িত্ব জ্ঞানহীন শটে বিদায়। এবার উইকেট বিলিয়ে এলেন মোহাম্মদ সাউফ উদ্দিন। উইকেটে যাওয়ার পর দ্বিতীয় বলেই ব্র্যাথওয়েটকে পুল করতে গিয়ে ক্যাচ দিলেন লং অনে।
১ রানে ফিরলেন সাইফ। বাংলাদেশ ১৬.১ ওভারে ৭ উইকেটে ১১০।
ছক্কায় ফিফটিতে সাকিব
আরেকপ্রান্ত থেকে যোগ্য একজন সঙ্গী না পেলেও সাকিব ছুটছেন আপন গতিতে। আরিফুল আউট হওয়ার ওভারেই অ্যালেনকে গ্যালারিতে পাঠিয়ে স্পর্শ করলেন ফিফটি।
৪০ বলে সাকিব ছুঁলেন পঞ্চাশ। টি-টোয়েন্টিতে তার অষ্টম ফিফটি।
উঠল না আরিফুল-ঝড়
একাদশে পাওয়া সুযোগ কাজে লাগানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত আরিফুল হক পারলেন না পুরোপুরি। আউট হলেন সীমানায় ক্যাচ দিয়ে।
বাঁহাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনের বলটি ছিল শট খেলার পর মতোই। তবে স্লগ সুইপে খুব জোর পাননি আরিফুল। ডিপ স্কয়ার লেগে খুব একটা নড়তেও হয়নি ফিল্ডার নিকোলাস পুরানকে। ক্যাচ নিয়েছেন সহজে।
১৮ বলে ১৭ রানে ফিরলেন আরিফুল। ১৫.৪ ওভারে বাংলাদেশ ৬ উইকেটে ১০৩।
টিকলেন না মাহমুদউল্লাহও
সাকিবকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু লম্বা করতে পারলেন না ইনিংস। নতুন স্পেলে ফিরে তাকে ফেরালেন শেলডন কটরেল।
বাঁহাতি পেসারের অফ কাটারে ড্রাইভ করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু জায়গা পাননি যথেষ্ট। বল তার ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে। কিপারের গ্লাভসে যাওয়ার আগে মাটি স্পর্শ করেছিল কিনা, সেটি নিশ্চিত হয়ে তৃতীয় আম্পায়ার জানালেন, মাহমুদউল্লাহ আউট।
১৯ বলে ১২ রান করে আউট মাহমুদউল্লাহ। ভাঙল ইনিংসের সর্বোচ্চ ২৫ রানের জুটি। ১০.২ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ৭৩।
পাওয়ার প্লেতেই পঞ্চাশ
শুরুতে একের পর এক উইকেট হারালেও বাংলাদেশের দলীয় ফিফটি হয়ে গেল পাওয়ার প্লের ভেতরেই। ৫.২ ওভারে এল দলের পঞ্চাশ।
রান আউট মুশফিক
৩ উইকেট হারালেও ঝড়ের গতিতে ছুটছেন সাকিব আল হাসান। কিন্তু আরেকপাশে আরও একটি আত্মঘাতী আউট। এবার মুশফিকুর রহিম ফিরলেন রান আউটে।
কিমো পলে বল ডিফেন্স করেই রান নিতে ছুটছিলেন মুশফিক। অপরপ্রান্তে সাকিব ছুটতে সময় নেন মূহুর্তখানেক। সেটি দেখে মুশফিকও মূহুর্তের জন্য থমকে যান। সাকিবকে ছুটতে দেখে এরপর ছোটেন আবারও। কিন্তু তার জন্য কাল হয় সেই দ্বিধাই। পয়েন্ট থেকে ছুটে এসে রভম্যান পাওয়েলের সরাসরি থ্রো ড্রেসিং রুমে পাঠিয়ে দেয় মুশফিককে।
মুশফিকের বিদায় ৩ বলে ৫ রান করে। ৫.১ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ৪৮।
একই পথে ফিরলেন সৌম্য
আগের দুই ব্যাটসম্যানের আউট দেখেও শিক্ষা নিলেন না সৌম্য সরকার। পথিক হলেন একই পথের।
যথারীতি উইকেটের গতি না বুঝেই উড়িয়ে মারার চেষ্টা। আবারও শর্ট বল করেছিলেন শেলডন কটরেল, জায়গা বানিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং পেলেন না সৌম্য। মিড অন থেকে মিড উইকেটের দিকে ছুটে সহজ ক্যাচ নিলেন রভম্যান পাওয়েল।
৪ বলে ৫ রান করে আউট সৌম্য। ৩.৩ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ৩১।
উইকেট বিলিয়ে ফিরলেন লিটন
আরেকটি শর্ট বল, আরেকটি উইকেট। এবার উইকেট উপহার দিয়ে এলেন লিটন দাস।
উইকেটের গতি বোঝা একটু কঠিন। কোনোটি পিচ করে আসছে দ্রুত, কোনোটি মন্থর হয়ে। কিন্তু গতিতে মানিয়ে নেওয়ার আগেই আরেকটি জোর করে খেলা শটে আউট হলেন লিটন। ক্রিজ থেকে বেরিয়ে জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন লিটন। টমাস সেটি দেখে বল করে শরীর সোজা। উড়িয়ে মারতে গিয়ে জায়গা পাননি, মিড অফে ব্র্র্যাথওয়েটের হাতে আরেকটি ক্যাচ।
৫ বলে ৬ রানে আউট হলেন লিটন। বাংলাদশ ২.২ ওভারে ২ উইকেটে ১৯।
পারলেন না তামিম
জীবন পেয়েও তা কাজে লাগাতে পারলেন না তামিম। টাইমিং পাচ্ছিলেন না ঠিকমতো, টাইমিংয়ে গড়বড় করেই উইকেট দিয়ে এলেন শেলডন কটরেলকে।
অফ স্টাম্পের বাইরে শর্ট বল করেছিলেন কটরেল। পুল করতে গিয়ে একটু দেরি করে ফেলেন তামিম। সহজ ক্যাচ যায় মিড অফে। ব্র্যাথওয়েট এবার কোনো ভুল করেননি।
৭ বলে ৫ রানে ফিরেছেন তামিম। ১.৪ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ১১।
শুরুতেই জীবন পেলেন তামিম
ম্যাচের প্রথম বলেই ওশান টমাসের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে অল্পের জন্য ব্যাটের কানায় লাগেনি তামিম ইকবালের। বাঁহাতি ওপেনার জীবন পেলেন পরের বলেই।
এই বলেও শরীর থেকে দূরে খেলেছিলেন তামিম। গতিময় পেসারকে শট খেলে ফেলেছিলেন একটু আগেই। ক্যাচ যায় মিড অফে। কিন্তু ফিল্ডার কার্লোস ব্রাথওয়েট বুঝতে একটু দেরি করে ফেলেন। ক্যারিবিয়ান অধিনায়ক পরে ডাইভ দিয়ে বলে হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি। তামিম রক্ষা পেলেন শূন্য রানেই।
নেই রামদিন, আছেন হোপ
ওয়েস্ট ইন্ডিজ একাদশে জায়গা পাননি অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান দিনেশ রামদিন। কিপিং করবেন নিকোলাস পুরান। শেই হোপকে নিয়ে ম্যাচের আগের দিন যা বলেছিলেন অধিনায়ক কার্লোস ব্র্র্যাথওয়েট, সেটিরই প্রতিফলন একাদশে। সবশেষ ওয়ানডেতে মাথয় চোট পেলেও মাঠে নামছেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ায়র, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস।
আরিফুলকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
ম্যাচের আগে আলোচনা ছিল আরিফুল হকের সুযোগ পাওয়া নিয়ে। দলের সঙ্গে থেকেও সুযোগ না পেয়ে কতটা হতাশ এই অলরাউন্ডার, সেটিও বলেছেন কোচ। প্রথম টি-টোয়েন্টি সেই আরিফুল আছেন একাদশে। একাদশে সুযোগ পাননি মোহাম্মদ মিঠুন।
তিন পেসার নিয়ে বাংলাদেশ সাজিয়েছে একাদশ। তবে সেই তিনজনে নেই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। দুই বাঁহাতি আবু হায়দার ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
গত জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর একাদশে জায়গা হারানো মেহেদী হাসান মিরাজ আবার ফিরেছেন একাদশে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আকাশ বেশ মেঘলা। শঙ্কা আছে বৃষ্টির। তবে টস জয়ের পর সিদ্ধান্ত গ্রহণে সেটি খুব একটা প্রভাব রাখেনি। টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নিয়েছেন ব্যাটিং।
দৃষ্টি তিন সংস্করণে জয়ে
টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজও জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। কোনো একটি সিরিজে বা সফরে তিন সংস্করণেই জয়ের স্বাদ আগে কখনও পায়নি বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশ হেরে গিয়েছিল টি-টোয়েন্টিতে। এবার নতুন ইতিহাস হাতছানি দিচ্ছে আবারও। তিন টি-টোয়েন্টির প্রথমটিতে জিতে সেই লড়াইয়ে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ।
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
-
শারমিনের ১০৯, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ফাহিমা
-
যে কারণে ডেভিডের বিপক্ষে রিভিউ নেননি পান্ত
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ