ক্যারিয়ারে প্রথমবার শীর্ষ পাঁচে মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2018 04:40 PM BdST Updated: 16 Dec 2018 04:40 PM BdST
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ পাঁচে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। এই সিরিজের পারফরম্যান্সেই মেহেদী হাসান মিরাজ উঠেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে।
ক্যারিবিয়ানদের হারানো ওয়ানডে সিরিজে ৫ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়ে মুস্তাফিজ আছেন ৫ নম্বরে। অর্জন করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৫ রেটিং পয়েন্ট।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে ওঠার স্বাদ পেয়েছিলেন কেবল সাকিব আল হাসান। ২০০৯ সালের নভেম্বরে উঠেছিলেন এক নম্বরে। ২০১০ সালের ডিসেম্বরে আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক উঠেছিলেন দুইয়ে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ উইকেট নিয়ে মিরাজ এগিয়েছেন ১৯ ধাপ। উঠেছেন ২৮তম অবস্থানে। মিরাজের সমান ৬ উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এগিয়েছেন ১০ ধাপ, আছেন ২৩ নম্বরে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার ভারতের জাসপ্রিত বুমরাহ, দুইয়ে আফগান লেগ স্পিনার রশিদ খান।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষে আছেন তামিম ইকবাল। ১৪ নম্বরে থেকে সিরিজ শুরু করেছিলেন এই ওপেনার। প্রথম ওয়ানডেতে ১২ রানে ফেরার পর দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করলেও নেমে গিয়েছিলেন ১৭ নম্বরে। তবে শেষ ওয়ানডেতে অপরাজিত ৮১ রান করে তামিম উঠে এসেছেন ১৫ নম্বরে। তার ঠিক পেছনেই মুশফিকুর রহিম। শেষ ওয়ানডেতে ৮০ রানের ইনিংস খেলে সৌম্য সরকার ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে।
এই সিরিজে প্রথম ম্যাচে ৪৩ রান ও শেষ দুই ম্যাচে অপরাজিত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে। ১৭ ধাপ এগিয়ে ক্যারিবিয়ান ওপেনার উঠেছেন ৮ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি, দুইয়ে তার সতীর্থ রোহিত শর্মা।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা রশিদ খানকে ছোঁয়ার খুব কাছে এসেছেন সাকিব আল হাসান। ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রশিদ, সাকিবের পয়েন্ট ৩৫২।
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- পদ্মা সেতু: ইলিশ রেস্তোরাঁ ‘রমরমা হবে’ শিমুলিয়ায়