ল্যাথামের সেঞ্চুরি, উইলিয়ামসনের ৯ রানের আক্ষেপ

মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন কেন উইলিয়ামসন। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেওয়া টম ল্যাথাম জুটি গড়েছেন অভিজ্ঞ রস টেইলরের সঙ্গে। তাদের ব্যাটে ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের আশা জাগিয়েছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 09:45 AM
Updated : 16 Dec 2018, 02:41 PM

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩১১ রান। ল্যাথাম ১২১ ও টেইলর ৫০ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৮২ রানে গুটিয়ে দেওয়া দলটি এগিয়ে গেছে ২৯ রানে।

বেসিন রিজার্ভে পেসারদের জন্য থাকা সুবিধা কাজে লাগাতে পারেনি সফরকারীরা। একটু ভোগাতে পেরেছেন কেবল গতিময় পেসার লাহিরু কুমারা।

সাবধানী ব্যাটিংয়ে ২৩ ওভারে ৫৯ রানের জুটিতে নিউ জিল্যান্ডকে ভালো শুরু এনে দেন জিত রাভাল ও ল্যাথাম। জুটিতে অগ্রণী ছিলেন রাভাল। ৭০ বলে ৬ চারে ৪৩ রান করা এই ওপেনারকে কট বিহাইন্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন কুমারা।

রানের গতিতে দম দেন উইলিয়ামসন। অধিনায়ক ক্রিজে আসার পর শট খেলতে শুরু করেন ল্যাথাম। বারবার বোলিং পরিবর্তন করেও কোনো লাভ হয়নি। পেসারদের দিয়ে কাজ না হওয়ায় এক পর্যায়ে অনেকটা সময় ধরে দুই প্রান্তেই স্পিনার ব্যবহার করেন সফরকারী অধিনায়ক।

খেলার ধারার বিপরীতে আউট হয়ে যান উইলিয়ামসন। ধনাঞ্জয়া ডি সিলভার সাদামাটা বল সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড শর্ট লেগে ধরা পড়েন ৯৩ বলে ১০ চারে ৯১ রান করা নিউ জিল্যান্ড অধিনায়ক। উইলিয়ামসনের বিদায়ে ভাঙে ১৬২ রানের জুটি।

প্রথম দিন সেটাই শ্রীলঙ্কার শেষ সাফল্য। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে এরই মধ্যে ৯০ রানের জুটি গড়েছেন ল্যাথাম-টেইলর। ১১ টেস্ট পর সেঞ্চুরি পাওয়া ল্যাথামের ২৫৬ বলের ইনিংস গড়া ১১ চারে। ৮৬ বলে ৫ চারে টেইলর করেছেন ৫০। এই ইনিংস খেলার পথে ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

এর আগে রোববার ৯ উইকেটে ২৭৫ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৭ রান যোগ করে। কুমারাকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট নেন সাউদি। নিরোশান ডিকভেলা অপরাজিত থাকেন ৮০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৭৫/৯) ৯০ ওভারে ২৮২ (ডিকভেলা ৮০, কুমারা ০; বোল্ট ১/৮৩, সাউদি ৬/৬৮, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, ওয়েগনার ২/৭৫, প্যাটেল ০/১৪)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ওভারে ৮৪ ওভারে ৩১১/২ (রাভাল ৪১, ল্যাথাম ১২১*, উইলিয়ামসন ৯১, টেইলর ৫০*; লাকমল ০/৬০, রাজিথা ০/৭৮, ম্যাথিউস ০/১, পেরেরা ০/৫৯, কুমারা ১/৭৯, ডি সিলভা ১/৩০)