রংপুর রাইডার্সের জয়ে চূড়ান্ত হয়ে গেল কোয়ালিফায়ারের চার দল। এক সঙ্গে বিদায় নিল ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুরের টি-টোয়েন্টি দুটির শুরুর সময় বিকেল ৫টা হলেও শিশিরের তীব্রতা বেশি বলে সিলেটের ম্যাচটি শুরুর সময় ছিল বিকেল ৪টা। শুক্রবার জানানো হয়, এগিয়ে আনা হয়েছে ম্যাচের সময়। মূলত ম্যাচের ভাগ্যে শিশিরের প্রভাব কমাতেই খেলা শুরুর নতুন সময় ঠিক করা হয়েছিল দুপুর ২টায়।
সেই সময় আরও দেড় ঘণ্টা এগিয়ে আনতে হলো ফ্লাডলাইট টাওয়ারে ত্রুটি খুঁজে পাওয়ায়। ম্যাচের আগে হয়তো ত্রুটি সারিয়ে ফেলা সম্ভব হতো, তবে কোনোরকম ঝুঁকির পথে হাঁটতে চায়নি বিসিবি।