রাব্বির ছোবলের পর এনামুলের ফিফটিতে দক্ষিণাঞ্চলের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2018 05:57 PM BdST Updated: 14 Dec 2018 05:57 PM BdST
দুই দলের প্রথম দেখায় জিতেছিল মধ্যাঞ্চল। দ্বিতীয় দেখায় তাদের হারিয়ে দিল দক্ষিণাঞ্চল। কামরুল ইসলাম রাব্বি ও মেহেদি হাসানের দারুণ বোলিংয়ে ছোট লক্ষ্য পাওয়া দলটি জয় তুলে নিয়েছে এনামুল হকের অপরাজিত ফিফটিতে।
বিসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে ৭ উইকেটে জিতেছে আব্দুর রাজ্জাকের দল। চলতি আসরে এটাই তাদের প্রথম জয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ৫ উইকেটে ১৮০ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করা মধ্যাঞ্চল গুটিয়ে যায় ২৬৯ রানে।
আগের দিন ফিফটি পাওয়া শুভাগত হোম চৌধুরীকে ৭১ রানে থামান রাব্বি। কিপার ব্যাটসম্যান জাকের আলীকে বিদায় করেন আল আমিন হোসেন। রবিউল হক ও ইয়াসিন আরাফাতকে দ্রুত ফিরিয়ে দেন রাব্বি। ২৪ রানে অপরাজিত থাকেন আরাফাত সানি।
পেসার রাব্বি ৪ উইকেট নেন ৫৯ রানে। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি ৬৩ রানে নেন চারটি।
৩২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণাঞ্চল।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি তাদের। দুই বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও ফজলে মাহমুদকে দ্রুত ফিরিয়ে দেন শুভাগত হোম। আল আমিন জুনিয়রের সঙ্গে ৫৩ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন এনামুল।
১৯ রান করে আল আমিন জুনিয়রের বিদায়ের পর তুষার ইমরানকে নিয়ে বাকিটা সহজেই সারেন এনামুল। প্রথম ইনিংসেও ফিফটি পাওয়া এই ওপেনার অপরাজিত থাকেন ৮৬ রানে। তার ১০১ বলের ইনিংস গড়া ৮ চারে।
অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মেহেদি।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২৬১
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩৯৭
মধ্যাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন শেষে ১৮০/৫) ১০৬.৩ ওভারে ২৬৯ (শুভাগত ৭১, জাকের ৩১, মোশাররফ ১২, রবিউল ৬, সানি ২৪*, ইয়াসিন ৫; মেহেদি ৪/৬৩, আল আমিন ১/৩৯, রাজ্জাক ১/৮৭, রাব্বি ৪/৫৯, নাহিদুল ০/১১, আল আমিন জুনিয়র ০/০)
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৪) ৩২.২ ওভারে ১৩৪/৩ (এনামুল ৮৬*, শাহরিয়ার ৬, মাহমুদ ৩, আল আমিন জুনিয়র ১৯, তুষার ১৫*; মোশাররফ ০/২৮, শুভাগত ২/২১, সানি ০/৪৩, তাইবুর ১/১৫, সাদমান ০/৬, মার্শাল ০/১৫, পিনাক ০/১)
ফল: দক্ষিণাঞ্চল ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মেহেদি হাসান
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান