সবুজ উইকেটে উজ্জ্বল হ্যারিস-হেড

জীবন্ত সবুজ ঘাসে প্রাণবন্ত উইকেট। ব্যাট-বলের লড়াই জমলও তুমুল। তবে দিন শেষে অস্ট্রেলিয়ানদের হাসিই বেশ চওড়া। শুরু আর মাঝের দারুণ দুটি জুটিতে পার্থের নতুন স্টেডিয়ামের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। চার পেসারের ভারতকে সামলে সেই দুই জুটিতে বড় অবদান মার্কাস হ্যারিস ও ট্রাভিস হেডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2018, 11:42 AM
Updated : 14 Dec 2018, 12:25 PM

পার্থ টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া তুলেছে ৬ উইকেটে ২৭৭ রান। সাধারণ সমীকরণে হয়তো এই স্কোরে এগিয়ে রাখা মুশকিল কোনো এক দলকে। তবে উইকেটের কারণেই দিনশেষে এগিয়ে রাখতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

উইকেটে ঘাস দেখেই ভারত একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে। নিজেদের ইতিহাসে মাত্র তৃতীয়বার একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। চোট পেয়ে ছিটকে যাওয়া রোহিত শর্মার জায়গায় ডাক পাওয়া হনুমা বিহারি প্রথম দিনেই এনে দিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

তবে তার আগে অস্ট্রেলিয়াকে দারুণ ভিত গড়ে দেন হ্যারিস ও অ্যারন ফিঞ্চ। প্রথম সকালের চ্যালেঞ্জ সামলে দুই ওপেনার গড়েন ১১২ রানের উদ্বোধনী জুটি।

জুটি ভেঙেছে ফিঞ্চের বিদায়ে। ফিফটি করার পরপরই ইশান্ত শর্মার হাফভলি বল সোজা খেলার বদলে ক্রস খেলতে গিয়ে এলবিডব্লিউ হন ফিঞ্চ।

দিনে ভারতের সেরা সময়টুকু আসে এরপরই। তিনে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা উসমান খাওয়াজাকে ফেরান উমেশ যাদব। দারুণ খেলতে থাকা হ্যারিসকে ৭০ রানে থামান বিহারি। সুবিধা করতে পারেননি পিটার হ্যান্ডসকমও। দুর্দান্ত শুরুর পরও ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া।

সেখান থেকে দলকে টেনে নেন ট্রাভিস হেড ও শন মার্শ। পঞ্চম উইকেটে গড়েন ৮৪ রানের জুটি। এই জুটিও ভাঙেন বিহারি। অজিঙ্কা রাহানের দুর্দান্ত ক্যাচে মার্শ ফেরেন ৪৫ রানে।

হেড এগিয়ে যাচ্ছিলেন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। ফিফটি করেন ৭০ বলে। কিন্তু দ্বিতীয় নতুন বলে আউট হয়ে যান ওয়ানডে শট খেলে। স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে ৫৮ রানে ক্যাচ দেন থার্ডম্যানে। অধিনায়ক টিম পেইন ও প্যাট কামিন্স কাটিয়ে দেন দিনের বাকি সময়টুকু।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭৭/৬(হ্যারিস ৭০, ফিঞ্চ ৫০, খাওয়াজা ৫, মার্শ ৪৫, হ্যান্ডসকম ৭, হেড ৫৮, পেইন ১৬*, কামিন্স ১১*; ইশান্ত ২/৩৫, বুমরাহ ১/৪১, উমেশ ১/৬৮, শামি ০/৬৩, বিহারি ২/৫৩, বিজয় ০/১০)।