
মাশরাফির রেকর্ডের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে মুশফিককে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2018 08:56 PM BdST Updated: 13 Dec 2018 08:57 PM BdST
লম্বা ব্যাটিং সেশন শেষ করে কিটব্যাগ গুছিয়ে ড্রেসিং রুমে ফিরছিলেন মুশফিকুর রহিম। মাশরাফি বিন মুর্তজার রেকর্ডের কথা শুনে থমকে দাঁড়ালেন। বিস্তারিত জেনে স্বতস্ফূর্ত হাসিতে বললেন, “দারুণ অর্জন এটি। রেকর্ডটি মাশরাফি ভাইয়ের প্রাপ্য।”
রেকর্ডটি নেতৃত্বের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস করলেই বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়বেন মাশরাফি। পেরিয়ে যাবেন তার প্রিয় অধিনায়ক হাবিবুল বাশারের ৬৯ ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড।
চার বছর আগে মুশফিকের কাছ থেকে নেতৃত্ব পেয়েই এই রেকর্ডের পথে শুরু হয়েছিল মাশরাফির যাত্রা। প্রথম দফায় নেতৃত্ব পাওয়ার পর কেবল ৭টি ওয়ানডেতে টস করতে পেরেছিলেন মাশরাফি। এরপর চোট-আঘাতের সঙ্গে লড়াই করতে করতে ছিটকে পড়েন নেতৃত্বের লড়াই থেকে।
২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেটের দুর্দশার প্রহর কাটানোর আশায় মুশফিককে সরিয়ে আবার নেতৃত্বে ফেরানো হয় মাশরাফিকে। সেই আশা পূরণ করে অধিনায়ক মাশরাফি বাংলাদেশের ক্রিকেটকে রাঙিয়েছেন অপ্রত্যাশিত সাফল্যের রঙে। একের পর এক সিরিজ জয়, বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার-ফাইনালে ওঠা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার সেমি-ফাইনাল খেলা, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠা, মাশরাফির হাত ধরে নতুন উচ্চতা ছুঁয়েছে ওয়ানডের বাংলাদেশ
সেই পরিক্রমায়ই মাশরাফি উঠছেন চূড়ায়। নেতৃত্ব হারালেও বাংলাদেশের এই সাফল্য যাত্রায় বড় অবদান ছিল মুশফিকের। ব্যাট হাতে খেলেছেন দুর্দান্ত সব ইনিংস। মাশরাফির অর্জনের রোমাঞ্চ ছুঁয়ে গেল তাকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, রেকর্ডটি মাশরাফির পাশেই মানায়।
“দেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অনেক বড় অর্জন। সাফল্য পেয়েছেন বলেই মাশরাফি ভাই টানা নেতৃত্ব দিতে পেরেছেন। রেকর্ডটি তাই তার প্রাপ্য। অনেক বড় বড় সাফল্য এসেছে তার অধিনায়কত্বে। আশা করি তার রেকর্ডের ম্যাচটি আমরা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারব। আরও অনেক দিন তিনি আমাদের নেতৃত্ব দেবেন, সেটিও আশা করি আমরা।”
মাশরাফির নেতৃত্বগুণের যে দিকটি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে সব সময়, রেকর্ড গড়ার আগে সেটা আবারও তুলে ধরলেন মুশফিক।
“প্রথম কথা হলো, মাশরাফি ভাই অসাধারণ একজন মানুষ। ক্রিকেটার বা অধিনায়কের আগে, উনি খুব ভালো একজন মানুষ। ভালো মানুষ বলেই তিনি সবার প্রিয়। যেটি তার অধিনায়কত্বেও ইতিবাচক প্রভাব রেখেছে।”
“দলকে দারুণভাবে অনুপ্রাণিত করতে পারেন উনি। সব অধিনায়কই এটা করতে চায়, কিন্তু সবাই পেরে ওঠে না। মাশরাফি ভাই কথা দিয়ে, উদাহরণ দিয়ে, শরীরী ভাষা দিয়ে সবাইকে উজ্জীবিত করেন। আমাদের মতো দলের জন্য যেটি খুব দরকার।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- কোহলি-রাহুলের ব্যাটে রানের পাহাড় টপকাল ভারত
- নাসির-ইমরুলদের দেখে রোমাঞ্চিত নিক্সন
- এসএ গেমস: সোনার লড়াইয়ে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা
- মাহফুজুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- এসএ গেমস: ভুটানের বিপক্ষে সৌম্যদের প্রত্যাশিত জয়
- ‘ফর্ম ফিরে পেতে’ মুস্তাফিজকে আইপিএলের অনুমতি
- বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার
সর্বাধিক পঠিত
- ‘ফর্ম ফিরে পেতে’ মুস্তাফিজকে আইপিএলের অনুমতি
- এসএ গেমস: ভুটানের বিপক্ষে সৌম্যদের প্রত্যাশিত জয়
- তেলেঙ্গানা ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার চারজন পুলিশের গুলিতে নিহত
- মিরপুরে জোড়া খুনের নেপথ্যে দেহ ব্যবসা: পুলিশ
- হয়েই গেল বিয়ে
- নাসির-ইমরুলদের দেখে রোমাঞ্চিত নিক্সন
- চট্টগ্রামে পেঁয়াজ বিক্রিতে নামছেন পুলিশের স্ত্রীরা
- ‘দেশে রাজনৈতিক ফায়দা হাসিল করতে’ হেগের পথে সু চি
- ইলশেগুড়ি ছন্দের প্রেমে বন্ধনে সৃজিত-মিথিলা?
- বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোয় যুবতীর মুখে গুলি