সানজামুলের ৫ উইকেটের পর জহুরুল-জুনায়েদের ফিফটি

রনি তালুকদারের ডাবল সেঞ্চুরি হলো না। খুব বড় হলো না মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি। সানজামুল ইসলামের দারুণ বোলিংয়ে প্রত্যাশার অনেক আগে থমকে গেল পূর্বাঞ্চলের ইনিংস। এরপর জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিকের সৌজন্যে উত্তরাঞ্চলের শুরুটাও হলো ভালো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 01:13 PM
Updated : 12 Dec 2018, 01:13 PM

বিসিএলের চতুর্থ রাউন্ডে রাজশাহীতে পূর্বাঞ্চলের বিপক্ষে লড়াইয়ে ফিরেছে উত্তরাঞ্চল। রনি ও আশরাফুলের ম্যারাথন জুটি থামিয়ে পূর্বাঞ্চলকে ৪৬৬ রানে আটকে রেখেছে উত্তরাঞ্চল। এরপর নিজেরা দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৭৮ রান নিয়ে।

ম্যাচের প্রথম দিনেই পূর্বাঞ্চল তুলেছিল ৩ উইকেটে ৩৫৪। ১৮৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন রনি, ১০৭ রান নিয়ে আশরাফুল। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির আশায় থাকা রনিকে দিনের তৃতীয় ওভারেই ফেরান এবাদত। এই ওপেনার যোগ করতে পেরেছেন কেবল আর ৪ রান। ভাঙে ২৪৪ রানের চতুর্থ উইকেট জুটি।

এরপর সুবিধা করতে পারেননি তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কনরা। আশরাফুলকে ১৩৬ রানে থামান সানজামুল। তাদের সাড়ে চারশ ছোঁয়া নিয়েই তখন টানাটানি। নয়ে নেমে ৭ চারে ৩৪ বলে ৩৮ রান করে দলকে ৪৬৬ পর্যন্ত নিয়ে যান তাইজুল ইসলাম।

তাইজুলকে ফিরিয়েই সানজামুল পূর্ণ করেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ষোড়শ পাঁচ উইকেট।

বোলিংয়ের ঘুরে দাঁড়ানোয় উজ্জীবিত উত্তরাঞ্চল দারুণ শুরু করে ব্যাট হাতেও। জহুরুল ও জুনায়েদ উদ্বোধনী জুটিতে তোলেন ৯৮ রান।

৫১ রানে জুনায়েদকে ফিরিয়ে জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী। জহুরুল দলকে এগিয়ে নেন আরও কিছু দূর। ৬৫ রানে তাকে থামান এনামুল হক জুনিয়র। এরপর এ দিন দলকে আর কোনো উইকেট হারাতে দেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ফরহাদ হোসেন ও নাঈম ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১২০.১ ওভারে ৪৬৬ (আগের দিন ৩৫৪/৩) (রনি ১৮৫, আশরাফুল ১৩৬, তাসামুল ১৯, অঙ্কন ১০, এনামুল জুনিয়র ৯, তাইজুল ৩৭, আবু জায়েদ ৪, হাসান ০*; এবাদত ২/৯৫, এনাম ১/৬৫, সোহাগ ২/৭৪, জিয়া ০/৫০, সানজামুল ৫/১১৫, তানবীর ০/৩১, নাঈম ০/২৮)।

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৫৪ ওভারে ১৭৮/২ (জহুরুল ৬৫, জুনায়েদ ৫১, ফরহাদ ৩৪*, নাঈম ১৮*; আবু জায়েদ ১/৩৬, হাসান ০/৪৮, আশরাফুল ০/২২, তাইজুল ০/৫১, এনামুল জুনিয়র ১/১৬)।