সাদমানের ফিফটি, আল আমিনের ৩ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2018 06:50 PM BdST Updated: 11 Dec 2018 06:50 PM BdST
ফিফটিতে শুরুতে প্রতিরোধ গড়েছিলেন সাদমান ইসলাম। তার বিদায়ের পর দলকে টানছেন তাইবুর রহমান। তবে আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক ও মেহেদি হাসানের নৈপুণ্যে মধ্যাঞ্চলকে আড়াইশ রানের নিচে থামানোর আশা জাগিয়েছে দক্ষিণাঞ্চল।
বিসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ৮ উইকেটে ২৩৪ রান। বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর ৪৩ ও ইয়াসিন আরাফাত ৫ রানে ব্যাট করছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মধ্যাঞ্চলের। ৯ রানে পিনাক ঘোষকে বোল্ড করে ফেরান মেহেদি। শূন্য রানে আব্দুল মজিদকে বিদায় করেন আল আমিন।
তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ৮৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সাদমান। ৬ চারে ৪৪ রান করা মার্শালকে ফিরিয়ে জুটি ভাঙেন রাজ্জাক। অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার পরে ফেরান শুভাগত হোম চৌধুরীকে।
রাজ্জাকের দুই উইকেটের মাঝে রান আউটে শেষ হয় সাদমানের দায়িত্বশীল ইনিংস। বাঁহাতি এই ওপেনার ১৩৮ বলে ৬ চারে করেন ৬০ রান।
১৬৭ রানে ৬ উইকেট হারানো মধ্যাঞ্চল প্রতিরোধ গড়ে মোশাররফ হোসেন ও তাইবুরের ব্যাটে। তিন চারে ২১ রান করা মোশাররফকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন আল আমিন। পরের বলে ফিরিয়ে দেন রবিউল হককে।
আল আমিনের হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া ইয়াসিনকে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দেন তাইবুর।
আল আমিন ৫১ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মেহেদি ও রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৯২ ওভারে ২৩৪/৮ (সাদমান ৬০, পিনাক ৯, মজিদ ০, মার্শাল ৪৪, শুভাগত ২৭, জাকের ১৯, তাইবুর ৪৩*, মোশাররফ ২১, রবিউল ০, ইয়াসিন ৫*; আল আমিন ৩/৫১, রাব্বি ০/৩৭, মেহেদি ২/৫০, নাহিদুল ০/২৪, রাজ্জাক ২/৬৯)
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান