চিড় নেই লিটনের গোড়ালিতে

চোট পেয়ে দ্বিতীয় ওভারে মাঠ ছাড়া লিটন দাস সুখবর পেয়েছেন এক্সরেতে। কোনো চিড় ধরা পড়েনি এই ওপেনারের ডান গোড়ালিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 08:52 AM
Updated : 11 Dec 2018, 08:52 AM

ক্যারিবিয়ানদের গতিময় পেসার ওশান টমাসের একটি ইয়র্কার ফ্লিক করতে চেয়েছিলেন লিটন, খেলতে পারেননি ঠিকমত। বল গিয়ে লাগে তার পেছনের পায়ের গোড়ালির একটু ওপরে। কোনো রকমে একটি রান নিয়ে আরেকপ্রান্তে গিয়েই শুয়ে পড়েন তিনি।

মাঠে ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না লিটন। পরে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে।

এক্সরে করানোর জন্য লিটনকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানান, কোনো চিড় ধরা পড়েনি এক্সরেতে। ব্যথা কমলে প্রয়োজনে আবার ব্যাটিংয়ে নামবেন লিটন।