আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ দনাঞ্জয়ার বোলিং

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে আকিলা দনাঞ্জয়ার বোলিং। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের অনুমতি নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন এই অফ স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 06:57 PM
Updated : 10 Dec 2018, 06:57 PM

গলে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্টে সন্দেহজনক বোলিংয়ের জন্য অভিযুক্ত হন দনাঞ্জয়া। গত ২৩ নভেম্বর ব্রিজবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিংয়ের পরীক্ষা দেন ২৫ বছর বয়সী এই স্পিনার। সেই পরীক্ষার ফল জানার পর আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি।

বোলিংয়ের ত্রুটি সংশোধন করে পুনরায় পরীক্ষার আবেদন করতে পারবেন দনাঞ্জয়া। সেই পরীক্ষায় উতরে গেলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি মিলবে তার।