সাকিব বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার: যোশি

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার মনে করেন সুনীল যোশি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ জানান, সাকিব মাঠে থাকলে অনেক দিক থেকে সুবিধা পায় দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 12:55 PM
Updated : 10 Dec 2018, 12:55 PM

অসাধারণ একটি ক্রিকেট মতিষ্ক আছে সাকিবের। বোলিংয়ের সময় ব্যাটসম্যানদের পড়তে পারেন খুব দ্রুত। সামর্থ্য আছে ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। ফিল্ডিংয়ে সব সময়ই থাকেন তৎপর। এই মানের একজন খেলোয়াড় যে কোনো দলের জন্যই বড় সম্পদ। যোশি খুশি এমন একজন ক্রিকেটার দলে থাকায়।

“আমার মনে হয় সাকিব কেবল আমাদের নিজস্ব প্রতিভা নয়, সে সারা বিশ্বেরই সেরা ওয়ানডে ক্রিকেটার। আপনি যদি তার মান দেখেন, আমি ওর রান কিংবা উইকেটের কথা বলছি না, ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার হিসেবে ও খুব দক্ষ এবং অসাধারণ এক প্রতিভা। মাত্র কয়েকটা সেশনেই ও যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে যায়।”

“আমাদের একজন সাকিব আছে, যে অনেক অভিজ্ঞতায় পরিপূর্ণ। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্যে অনেকের চেয়ে অনেক এগিয়ে। ওর উপস্থিতিতে সব সময়ই দলের সুবিধা পাওয়া উচিত।”