ওয়েস্ট ইন্ডিজের অনুপ্রেরণা বাংলাদেশ

ওয়ানডে সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের অনুপ্রেরণা প্রতিপক্ষ। বাংলাদেশের দেখানো পথ ধরেই হাঁটতে চান সফরকারী দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 02:04 PM
Updated : 8 Dec 2018, 02:04 PM

বছরের মাঝামাঝি সময়ে ক্যারিবিয়ান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল বাংলাদেশ। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল জানান, বাংলাদেশের দেখানো পথ ধরে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চান তারা।

“ছেলেরা বেশ অনুপ্রাণিত ও আত্মবিশ্বাসী। আশা করি, আমরা সম্ভাব্য সেরা ফল পাব।”

“বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। দলগতভাবে আমরা এ বিষয়ে বেশ সতর্ক আছি। ক্যারিবিয়ানে তারা আমাদের হারিয়েছিল। আর আমরা এখানে ঠিক সেটাই করতে চাচ্ছি।”

দুই দলেই দারুণ কয়েকজন ক্রিকেটার থাকায় পাওয়ালের বিশ্বাস, সিরিজ হবে রোমাঞ্চকর।

“এখন পর্যন্ত খুবই সমান-সমান মনে হচ্ছে। দুই দলেই ভালো স্পিনার, পেসার ও ব্যাটসম্যান আছে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। প্রতিটি খেলায় তারাই জিতবে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ভালো করবে।”

২০১৪ সালে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের ১৬ সিরিজের কেবল একটিতে ড্র করতে পেরেছে, হেরেছে অন্যগুলোতে। সেই চিত্রটা পাল্টাতে উন্মুখ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

“আমরা দীর্ঘদিন ওয়ানডে সিরিজ জিতিনি। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। বিশ্বকাপের আগে কিছু সিরিজ জিতলে ভালো ব্যাপার হবে। বিশ্বকাপে তা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।”