জুনায়েদের সেঞ্চুরি, জিয়ার ৯০
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2018 06:07 PM BdST Updated: 07 Dec 2018 06:07 PM BdST
আশা জাগিয়েও সেঞ্চুরি পাননি জিয়াউর রহমান ও নাঈম ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ষোড়শ সেঞ্চুরি তুলে নিয়েছেন জুনায়েদ সিদ্দিক। তাদের ব্যাটে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে উত্তরাঞ্চল।
বিসিএলের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৭ উইকেটে ৩৮২ রান। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলকে ৩২৯ রানে থামিয়ে দেওয়া দলটি এগিয়ে আছে ৫৩ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ২ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চল প্রথম ঘণ্টায় হারায় নাঈমের উইকেট। কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ দিয়ে ফেরা এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান ২৫৯ বলে চার বাউন্ডারিতে করেন ৮৩ রান।
বেশিক্ষণ টিকেননি জহুরুল ইসলাম। সেঞ্চুরি ছুঁয়ে নাহিদুল ইসলামের বলে বোল্ড হয়ে যান জুনায়েদ। ৩০৭ বলে খেলা বাঁহাতি এই ওপেনারের ধৈর্যশীল ইনিংসটি গড়া মাত্র দুটি চারে।
২১৮ রানে ৫ উইকেট হারানো দলকে পথ দেখান ধীমান ঘোষ ও জিয়া। ষষ্ঠ উইকেটে গড়েন ১১৭ রানের জুটি। দুই জনকেই বোল্ড করে থামান অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
১২৪ বলে কিপার ব্যাটসম্যান ধীমান ৭ চারে করেন ৫১ রান। ১৪৪ বলে ১১ চার ও তিন ছক্কায় জিয়া ফিরেন ৯০ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩২৯
উত্তরাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ১৩৬/২) ১৬৩ ওভারে ৩৮২/৭ (জুনায়েদ ১১২, নাঈম ৮৩, জহুরুল ১৫, ধীমান ৫১, জিয়া ৯০, সানজামুল ১৬*, সোহাগ ৫*; রাব্বি ১/৬৮, দেলোয়ার ১/৩৭, মেহেদি ১/৮৭, রাজ্জাক ৩/১২১, নাহিদুল ১/৫৭, মাহমুদ ০/৬)
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- পদ্মা সেতু: এক নজরে
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)