জুনায়েদের সেঞ্চুরি, জিয়ার ৯০

আশা জাগিয়েও সেঞ্চুরি পাননি জিয়াউর রহমান ও নাঈম ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ষোড়শ সেঞ্চুরি তুলে নিয়েছেন জুনায়েদ সিদ্দিক। তাদের ব্যাটে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে উত্তরাঞ্চল।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 12:07 PM
Updated : 7 Dec 2018, 12:07 PM

বিসিএলের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৭ উইকেটে ৩৮২ রান। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলকে ৩২৯ রানে থামিয়ে দেওয়া দলটি এগিয়ে আছে ৫৩ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ২ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চল প্রথম ঘণ্টায় হারায় নাঈমের উইকেট। কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ দিয়ে ফেরা এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান ২৫৯ বলে চার বাউন্ডারিতে করেন ৮৩ রান।

বেশিক্ষণ টিকেননি জহুরুল ইসলাম। সেঞ্চুরি ছুঁয়ে নাহিদুল ইসলামের বলে বোল্ড হয়ে যান জুনায়েদ। ৩০৭ বলে খেলা বাঁহাতি এই ওপেনারের ধৈর্যশীল ইনিংসটি গড়া মাত্র দুটি চারে।

২১৮ রানে ৫ উইকেট হারানো দলকে পথ দেখান ধীমান ঘোষ ও জিয়া। ষষ্ঠ উইকেটে গড়েন ১১৭ রানের জুটি। দুই জনকেই বোল্ড করে থামান অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

১২৪ বলে কিপার ব্যাটসম্যান ধীমান ৭ চারে করেন ৫১ রান। ১৪৪ বলে ১১ চার ও তিন ছক্কায় জিয়া ফিরেন ৯০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩২৯

উত্তরাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ১৩৬/২) ১৬৩ ওভারে ৩৮২/৭ (জুনায়েদ ১১২, নাঈম ৮৩, জহুরুল ১৫, ধীমান ৫১, জিয়া ৯০, সানজামুল ১৬*, সোহাগ ৫*; রাব্বি ১/৬৮, দেলোয়ার ১/৩৭, মেহেদি ১/৮৭, রাজ্জাক ৩/১২১, নাহিদুল ১/৫৭, মাহমুদ ০/৬)