তেতে থাকা উইন্ডিজকে নিয়ে সতর্ক বাংলাদেশ কোচ

ক্যারিবিয়ানে টেস্ট সিরিজে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জিতে নিয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। স্টিভ রোডস মনে করেন, একইভাবে ঘুরে দাঁড়াতে চাইবে টেস্ট সিরিজ হারা ওয়েস্ট ইন্ডিজ। তেতে থাকা সফরকারীদের নিয়ে সতর্ক বাংলাদেশের প্রধান কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 11:26 AM
Updated : 7 Dec 2018, 11:26 AM

বাংলাদেশ সফরে এসে এখন পর্যন্ত কোনো জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। গত বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে হারে বিসিবি একাদশের কাছে। রোডস মনে করেন, বাংলাদেশের দেখানো পথ ধরেই হাঁটতে চাইবে সফরকারীরা।

“এই তিন ম্যাচ খুব কঠিন হবে। জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করি। টেস্ট সিরিজে হেরে ওরা তেতে আছে। ক্যারিবিয়ানে টেস্ট সিরিজ হারার পর আমরা ওয়ানডে সিরিজে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। ওরাও এই ধরনের কিছু করতে চাইবে। ওদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। ওরা ভালো একটি দল।”

প্রস্তুতি ম্যাচে ৩৩২ রানের লক্ষ্য পাওয়া বিসিবি একাদশ ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জেতে ৫১ রানে। দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য মনে করেন, এই জয় ওয়ানডে সিরিজে স্বাগতিকদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।

“এই ধারাবাহিকতা যদি সবাই ধরে রাখতে পারি, এই আত্মবিশ্বাস যদি সবার মাঝে থাকে পরের ম্যাচগুলোতে এই জয় অবশ্যই সাহায্য করবে। প্রস্তুতি ম্যাচে তিনশ রানের ওপরের লক্ষ্য তাড়ায় সহজেই জিতেছি। তো মূল ম্যাচেও যদি আমরা এভাবে ভালো শুরু করতে পারি তাহলে তিনশ রানের লক্ষ্য সেখানেও কোনো ব্যাপার হবে না।”