ঝড়ো সেঞ্চুরিতে দাবি জানিয়ে রাখলেন সৌম্য
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2018 06:18 PM BdST Updated: 06 Dec 2018 06:18 PM BdST
সবশেষ ওয়ানডেতে আছে সেঞ্চুরি। তবুও যেন পরের ম্যাচে খেলাটা নিশ্চিত নয় সৌম্য সরকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল বাঁহাতি এই ব্যাটসম্যানের নিজের দাবি জানিয়ে রাখার সুযোগ। সেটা দুই হাতে কাজে লাগালেন তিনি। ঝড়ো এক সেঞ্চুরিতে উজ্জ্বল করলেন একাদশে টিকে যাওয়ার আশা।
হঠাৎ করে সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনে নেমে ৯২ বলে ১১৭ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন সৌম্য। তিন নম্বরের নিয়মিত ব্যাটসম্যান সাকিব আল হাসান চোট কাটিয়ে দলে ফেরায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে অনিশ্চত হয়ে পড়ে তার জায়গা।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইমরুল কায়েস। চোট কাটিয়ে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। স্কোয়াডে আছেন লিটন দাসও। তাই ওপেনিং কিংবা টপ অর্ডারে জায়গা পেতে সৌম্যর সামনে অপেক্ষা কঠিন লড়াই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে সেই লড়াইয়ে খানিকটা এগিয়ে গেলেন সৌম্য। দলকে জিতিয়ে ফেরা বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের ছয় ছক্কা ও সাত চারে ৮৩ বলে খেললেন ১০৩ রানের দারুণ ইনিংস।

লং অন দিয়ে রোস্টন চেইসকে ছক্কা হাঁকানোর পর কাট করে সৌম্য মারেন বাউন্ডারি। ঝড়ের সেই শুরু, অদম্য এই তরুণকে ঠেকাতে পারেননি কেউই। পুল, কাট, ড্রাইভ সবই ছিল নিখুঁত। অফ স্পিন-লেগ স্পিন-বাঁহাতি স্পিন সব সামলেছেন দারুণ দক্ষতায়। স্পিনের বিপক্ষে পায়ের কাজ ছিল দর্শনীয়।
তামিমের বিদায়ের দ্রুত কয়েকটি উইকেটের পতনেও দমে যাননি সৌম্য। খেলে যান সহজাত আক্রমণাত্মক ক্রিকেট। পাল্টা আক্রমণে দলকে টানেন দ্রুত। কেমার রোচকে পুল করে ছক্কা হাঁকিয়ে ৭৫ বলে তুলে নেন সেঞ্চুরি। হয়তো এই ইনিংসে একাদশের পথেও এগিয়ে গেলেন অনেকটা।
-
আসিথাকে বোল্ড করে নাঈমের পাঁচ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু