ফরম্যাট যত ছোট, উইন্ডিজ তত ভালো: মাশরাফি

মিরপুর টেস্টের পঞ্চম দিনের খেলা হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু সেখানে চলছে ওয়ানডের প্রস্তুতি। টেস্ট তো শেষ তিন দিন শেষ হওয়ার আগেই। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তবে রঙিন পোশাকে কাজটা অতটা সহজ হবে না, বিশ্বাস মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে, ছোট সংস্করণে বেশি ভয়ঙ্কর ক্যারিবিয়ানরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 12:06 PM
Updated : 4 Dec 2018, 12:06 PM

ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু বুধবার। তবে টেস্ট শেষ হওয়ার পরদিন থেকেই নিজেদের মতো করে অনুশীলন করছেন অনেকে। মঙ্গলবারও ঘাম ঝরিয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুনরা। এই দলে ছিলেন মাশরাফিও।

গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আর কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি ওয়ানডে অধিনায়কের। প্রস্তুতিপর্ব একটু বেশি গুরুত্বপূর্ণ তাই তার জন্য। পেস বোলিং কোচ ওয়ালশের তত্ত্বাবধানে এ দিন অনেকটা সময় বোলিং অনুশীলন করলেন মাশরাফি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ওয়ানডে সিরিজ নিয়ে তার ভাবনা।

টেস্ট সিরিজ ২-০তে জয়ের পর টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো এতটা সহজ হবে না। মঙ্গলবার একই কথা প্রতিধ্বনিত হলো ওয়ানডে অধিনায়কের কণ্ঠেও। টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানরা বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ানডেতেও আছে বিপজ্জনক অনেক ক্রিকেটার। মাশরাফি মনে করিয়ে দিলেন সেসবই।

“ফরম্যাট যত ছোট, ওয়েস্ট ইন্ডিজ তত ভালো দল। সহজ হবে না। আশা করছি, ভালো লড়াই হবে। টেস্ট সিরিজ জয়ের পর ভালো অবস্থায় আছে দল। সেই আত্মবিশ্বাস ওয়ানডেতেও বয়ে নিতে পারলে ভালো কিছু হবে আশা করি।”

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী রোববার।