ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মিরাজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2018 06:25 PM BdST Updated: 03 Dec 2018 06:46 PM BdST
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে গড়েছেন বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। সেই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়েও আপাতত বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারে প্রথমবার আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছেন তরুণ এই অফ স্পিনার।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছেন মিরাজ, দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫টি। ১১৭ রানে ১২ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৪ ধাপ। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরের দুই বোলারই নেমে গেছেন এক ধাপ করে। মিরপুর টেস্টে ৪ উইকেট নিয়েও এক ধাপ পিছিয়ে সাকিব আছেন ২১তম স্থানে। ৩ উইকেট নিয়ে তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে নেমেছেন ২২ নম্বরে।
বোলিংয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবসময়ের সেরা অবস্থান সাকিবের। ২০১০ সালের ২০ ডিসেম্বর উঠেছিলেন সাত নম্বরে।
বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ঠিক ২১তম অবস্থানে আছেন সাকিব। মিরপুর টেস্টের একমাত্র ইনিংসে ৮০ রান করে বাংলাদেশের অধিনায়ক এগিয়েছেন সাত ধাপ।
দুই ধাপ পিছিয়ে ছাব্বিশে নেমেছেন মুমিনুল হক, সাত ধাপ পিছিয়ে আটাশে মুশফিকুর রহিম। তবে দারুণ সেঞ্চুরিতে ১৫ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠেছেন ক্যারিয়ার সেরা ৪৮ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব ধরে রেখেছেন শীর্ষস্থান, ব্যবধান বাড়িয়ে নিয়েছেন দুইয়ে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে। আগের ৫ রেটিং পয়েন্টের ব্যবধান মিরপুর টেস্ট শেষে হয়েছে ১৫।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দলীয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেয়েছে ৮ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ৬ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে দলীয় র্যাঙ্কিংয়ে আটে থাকা ক্যারিবিয়ানদের সঙ্গে নয়ে থাকা বাংলাদেশের ব্যবধান এখন কেবল ১ পয়েন্ট।
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
-
মুস্তাফিজ বললেন, ‘এখনও শিখছি’
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের